খালেদা জিয়ার প্রত্যাবর্তনে অভ্যর্থনাকারীদের ধন্যবাদ জানালেন তারেক রহমান

বিএনপির (BNP) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman) দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (Begum Khaleda Zia)-কে দেশে স্বাগত জানাতে যাওয়া জনগণ ও নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন।

বুধবার (৭ মে) বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দীর্ঘ চার মাস যুক্তরাজ্যে (United Kingdom) চিকিৎসা শেষে মঙ্গলবার (৬ মে) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (Hazrat Shahjalal International Airport) হয়ে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন। সেখান থেকে গুলশান-২ এর নিজ বাসভবন ফিরোজা (Firoza) অভিমুখে যাওয়ার পথে সড়কের দুই পাশে লাখো মানুষের উপস্থিতিতে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকল সাধারণ জনতা এবং দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যারা খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে সড়কে অংশ নেন।

এছাড়াও সেই সময় দায়িত্ব পালনকারী সেনা (Army), নৌ (Navy) ও বিমান (Air Force) বাহিনীর সদস্য, পুলিশ (Police), র‍্যাব (RAB) এবং এভিয়েশন সিকিউরিটি (Aviation Security)-র যারা নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন, তাদের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারেক রহমান।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে কাতার (Qatar) সরকারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পৌঁছান বেগম খালেদা জিয়া।