Thursday , September 28 2023
Breaking News
Home / Countrywide / আমাদের সেনাপ্রধান জেনারেল আজিজ স্যারও দুবাই বাড়ী কিনেছেন:সাবেক সেনাকর্মকর্তা

আমাদের সেনাপ্রধান জেনারেল আজিজ স্যারও দুবাই বাড়ী কিনেছেন:সাবেক সেনাকর্মকর্তা

কানাডার বেগমে স্থায়ী হওয়ার পর বাংলাদেশিরা সংযুক্ত আরব আমিরাতে বাড়ি কেনার জন্য প্রচুর বিনিয়োগ করেছেন। দুবাই সরকারের নথি ও মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জুন পর্যন্ত বাংলাদেশিরা দুবাইতে বাড়ি ও ফ্ল্যাট কেনার জন্য ১২.২৩ মিলিয়ন দিরহাম বা ৩৪৬ কোটি টাকা বিনিয়োগ করেছেন।

আর এই বাড়ি কেনার তালিকায় রয়েছে দেশের অনেক বড় বড় নাম। তবে সম্প্রতি একটি নতুন নাম প্রকাশ পেয়েছে।এ দিকে সম্প্রতি এ নিয়ে একটি ছোট লেখনী লিখেছেন বাংলাদেশের সাবেক সেনাকর্মকর্তা মুস্তাফিজুর রহমান।পাঠকদের উদ্দেশ্যে তার সেই লেখনী তুলে ধরা হল হুবহু:-

তিনি লিখেছেন, আমাদের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল আজিজ স্যারও দুবাই বাড়ী কিনেছেন।

দেশের চলমান উন্নয়নের নতুন মাইল ফলক! জয়বাংলা

প্রসঙ্গত,এ দিকে এই বাড়ি তৈরির বিষয় নিয়ে সব থেকে বেশি এখন সমালোচনা হচ্ছে ওয়াসার এমডি তাকসিমকে নিয়ে। মূলত তার বিরুদ্ধে এসব অভিযোগ ওঠার পর থেকেই এ নিয়ে এবার নড়েচড়ে বসেছে সাংবাদিক থেকে শুরু করে সরকার মহল।

About Nasimul Islam

Check Also

উড়ছে শকুন, যে কোনো সময় মানচিত্রে থাবা দেবে: শামীম ওসমান

নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান মাঝে মাঝে আলোচনায় উঠে আসেন। তিনি রাজনীতিতে দীর্ঘদিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *