জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party)র সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ (Abdul Hannan Masud) সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ (Abdul Hamid)ের দেশত্যাগের ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন।
বৃহস্পতিবার (৮ মে) দুপুরে নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেন, “আব্দুল হামিদকে বিমানবন্দরে আটকানো হলো, তারপর নাকি ‘চুপ্পুর’ অফিস থেকে ফোন কল পেয়ে ছেড়ে দেওয়া হলো। এরপরও কি ইন্টেরিম সরকারকে জুলাই বিপ্লবীরা সাপোর্ট করে যাবে?”
“সরি, চুপ্পুকে সরান অথবা নিজেরা সরে যান”—সরাসরি বার্তা
হান্নান মাসউদ তার স্ট্যাটাসে কড়া ভাষায় লেখেন, “হয় চুপ্পুকে সরান, আওয়ামী লীগকে ব্যান করুন। না হলে নিজেরা সরে যান।”
জুলাই বিপ্লবের পরও ‘সেফ-এক্সিট’ নিয়ে ক্ষোভ
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “গণঅভ্যুত্থানের ৯ মাস পরও ফ্যাসিস্ট আওয়ামী লীগের (Awami League) নেতারা সেফ-এক্সিট নিয়ে বিদেশে চলে যাচ্ছেন, আর দেশের ভেতরে বিচার নেই, জবাবদিহি নেই।”
এই বিষয়ে এর আগেও হাসনাত আবদুল্লাহ (Hasnat Abdullah) ও সারজিস আলম (Sarjees Alam) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে সমালোচনা করেন।
আবদুল হামিদের দেশত্যাগের পটভূমি
গত বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন আবদুল হামিদ। বিমানবন্দর সূত্র জানিয়েছে, রাত ১১টার দিকে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তার সঙ্গে ছিলেন ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ড. এএম নওশাদ।
ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তিনি দেশত্যাগ করেন। তাঁর বিরুদ্ধে কোনো সংস্থার পক্ষ থেকে আপত্তি ছিল না।