প্রধানমন্ত্রীও আইনের ঊর্ধ্বে না থাকেন—সেই লক্ষ্যেই এগোচ্ছে ঐকমত্য কমিশন

প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের কেউ যাতে আইনের ঊর্ধ্বে না যান এবং ক্ষমতার কেন্দ্রীকরণ রোধ হয়—এই লক্ষ্যকে সামনে রেখে কাজ করছে ঐকমত্য কমিশন (Consensus Commission)। বৃহস্পতিবার (৮ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ভাসানী জনশক্তি পার্টি (Bhasani Janashakti Party) নেতাদের সাথে এক বৈঠকে এ মন্তব্য করেন কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ (Dr. Ali Riaz)।

কাঠামোগত পরিবর্তনের ওপর গুরুত্ব

ড. আলী রীয়াজ বলেন, অতীতে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ বিতাড়িত করা হয়েছে। এখন সময় এসেছে সেই আন্দোলনের ধারাবাহিকতায় জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠার। তিনি বলেন, ভবিষ্যতে যেন তরুণদের আর রাস্তায় নেমে জীবন দিতে না হয়, সেই লক্ষ্যে কাঠামোগত পরিবর্তন আনতে হবে।

ভাসানী জনশক্তি পার্টির প্রস্তাব

বৈঠকে ভাসানী জনশক্তি পার্টি-র আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু (Sheikh Rafiqul Islam Bablu) বলেন, তারা সংস্কারের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়তে চান। জাতীয় বীরদের সম্মান প্রদর্শনসহ বেশ কয়েকটি প্রস্তাব তারা ঐকমত্য কমিশনের সামনে উপস্থাপন করেছেন।