আওয়ামী লীগ (Awami League) নিষিদ্ধ এবং ‘জুলাই অভ্যুত্থানে’ ক্ষমতাচ্যুত দলের বিচার নিশ্চিত করার দাবিতে দেশজুড়ে ধারাবাহিক কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সংগঠন রেড জুলাই (Red July)।
যমুনার সামনে অবস্থানে ছাত্র-জনতা
প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা (Jamuna)’র সামনে ছাত্র-জনতা ইতোমধ্যেই অবস্থান কর্মসূচি পালন করছে। এই অবস্থানের মধ্যে ‘রেড জুলাই’ সংগঠনটিও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে।
জেলার ভিত্তিতে কর্মসূচি পালনের ডাক
সংগঠনটি ফেসবুক (Facebook) পোস্টে জানিয়েছে, প্রতিটি সদস্যকে নিজ নিজ জেলায় অবস্থান কর্মসূচিতে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিতে হবে। প্রতিটি জেলার কমিটির আহ্বায়করা সদস্যদের নির্দিষ্ট স্থানে একত্র করে প্রতিবাদ কর্মসূচি পরিচালনার নির্দেশনা পেয়েছেন।
আহ্বায়কের বার্তা
সংগঠনের ফেসবুক পেজে আহ্বায়ক সাদ রহমান (Sad Rahman) কর্তৃক দেওয়া ঘোষণায় বলা হয়, “এটাই সময় এক কণ্ঠে আওয়াজ তোলার—‘আওয়ামী লীগ নিষিদ্ধ করো!’” সংগঠনটি নিহত, আহত, নিখোঁজ ও গুম হওয়া ছাত্রদের তথ্য সংগ্রহের মাধ্যমে বৈষম্যের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সোচ্চার ভূমিকা পালন করছে।