ছাত্র নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশ (United Peoples Bangladesh) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ এবং দুর্নীতিমুক্ত একটি নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে এই প্ল্যাটফর্ম গঠিত হয়েছে বলে জানান এর নেতারা।
কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিক উদ্বোধন
শুক্রবার (৯ মে) বিকেল ৪টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার (Central Shaheed Minar)-এ একটি অনুষ্ঠানের মাধ্যমে ‘আপ বাংলাদেশ’-এর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি ঘোষণা করেন জুলাই বিপ্লবের শহীদ ওসমান পাটোয়ারীর পিতা আব্দুর রহমান (Abdur Rahman)।
নেতৃত্ব কাঠামো ও কমিটির পরিচিতি
কমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন আলী আহসান জুনায়েদ (Ali Ahsan Junayed)। সদস্য সচিব হয়েছেন আরিফিন মুহাম্মদ হিজবুল্লাহ (Arifin Muhammad Hizbullah), প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত (Rafe Salman Rifat), প্রধান সংগঠক নাইম ইসলাম (Naeem Islam), এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহরিন সুলতানা ইরা (Shahrin Sultana Ira)।
বক্তব্য ও দাবি
শহীদ ওসমান পাটোয়ারীর পিতা বলেন, “খুনিদের বিচার নিয়ে সরকারের ভূমিকা টিটকারিমূলক। সরকার বিচার না করে খুনিদের পালিয়ে যেতে সাহায্য করছে। আমরা সরকারের কাছে দাবি জানাই, আওয়ামী লীগ (Awami League)-কে দ্রুত নিষিদ্ধ ঘোষণা করুন।”
আলী আহসান জুনায়েদ বলেন, “আজকের এই মঞ্চ শহীদদের আত্মত্যাগের মঞ্চ। আমরা তাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা রেখে এগিয়ে যাব। আমাদের লক্ষ্য জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং একটি জাতীয় ঐক্য গঠন।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ এখন স্লোগান দিচ্ছে—‘দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা।’ আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কোনো গড়িমসি দেখতে চাই না।”
৮২ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি
আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ৮২ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন। এই কমিটিতে রয়েছেন: মোহাম্মদ রিদওয়ান হাসান, অ্যাডভোকেট আব্দুল আলিম, মো. জসিম উদ্দিন, জাহিদুর রহমান, রবিউল করিম, মুরাদ হোসেন, সাজ্জাদ হোসেন, ফায়াজ শাহেদ, কাজী সালমান, আল মাহমুদ, দিলারা খানম, সুলতান মারুফ তালহা, আবরার হামিম, জাহিদ হাসান, মাসুদ রানা, আসমা উল হুসনা, ফারজানা আক্তার, আহম্মদ করিম চৌধুরী, আব্দুল আজিজ ভূঁইয়া, নজরুল ইসলাম, উমার রাজী আল ফারূক, ফারহা জাবীন লিরা, কাজী আহনাফ তাহমিদ, বখতিয়ার মুজাহিদ সিয়াম, আলী আম্মার মুয়াজ, আহছান উল্লাহ, তৌসিব মাহমুদ সোহান, মো. রায়হানুল ইসলাম, সাইফুল ইসলাম সুজন, আবদুল কাইয়ূম সৌরভ, মুহাম্মদ আল আমিন রিফাত, বদরে আলম শাহীন, মুয়াজ বিন মাহমুদ, ফারহানা শারমিন শুচি, মাসুমা বিল্লাহ (সাবিহা), মুত্তাকী বিন মুনির, মীর ছিবগাতুল্লাহ তকি, মো. দ্বীন ইসলাম, অ্যাডভোকেট সানাউল্লাহ পাটোয়ারী, জি এম ফারুক, মো. মোশারফ হোসাইন, অ্যাডভোকেট সাদ্দাম হোসাইন, এম. ওয়ালি উল্লাহ, রাহাত বিন সায়েফ, সাদাব মুবতাসিম প্রান্তিক, তামজীদুল ইসলাম, আরাফাত ই রাব্বি প্রিন্স, রিজওয়ানুল বারী, সরোজ মেহেদী, দেলোয়ার হাসান শিশির, নাঈমুর রহমান দুর্জয়, জায়েদ হাসনাইন, তানভীর আজম, নাহিদা মুসাররাত, শেখ স্বপ্নীল হক আদিবা, আব্দুল্লাহ নাসের, মো. সুয়াইব হাসান, মো. তানভীর আহমেদ, আনিছুর রহমান, হাসান মাহমুদ, মো. শাহজালাল, জেরিন তাহসীন, আল ইমরান সুজন, মোহাম্মদ মাহবুবুর রহমান, কাউসার আলম, সিরাজুম মনিরা, বোরহান উদ্দিন নোমান, মিনহাজুর রহমান রেজবী, আব্দুল্লাহ আল মিনহাজ, মোস্তফা মাহাথির, সাইফুল্লাহ আল গালিব, মাহমুদুল হাসান বাহার (প্রিয়ত), মিসবাহুর রহমান (আসিম), মহিউদ্দিন হাসান, সাইদুল ইসলাম, নোমান আব্দুল্লাহ, মোহাম্মদ ইমাম উদ্দিন রিয়াদ।