বিএনপির চট্টগ্রামের সমাবেশে যোগ দিচ্ছেন তামিম ইকবাল

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে (Pologround Field) তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত বিএনপি (BNP)র মহাসমাবেশে অংশ নিচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও চট্টগ্রামের কৃতি সন্তান তামিম ইকবাল (Tamim Iqbal)।

তামিমের উপস্থিতি নিশ্চিত করলেন বিএনপি নেতা

শনিবার (১০ মে) বিষয়টি নিশ্চিত করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক (Chattogram Divisional Assistant Organizing Secretary) ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি তামিমকে “বীর চট্টলার গর্বের সন্তান” আখ্যায়িত করে এই সমাবেশে তাকে স্বাগত জানান।

যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজন

‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ শিরোনামে আয়োজিত এই মহাসমাবেশের আয়োজন করছে বিএনপির তিন অঙ্গসংগঠন—যুবদল (Jubo Dal), ছাত্রদল (Chhatra Dal) ও স্বেচ্ছাসেবক দল (Swecchasebak Dal)।

বিকাল থেকে শুরু হওয়া এই আয়োজনকে কেন্দ্র করে চট্টগ্রামে ইতোমধ্যে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

ভার্চুয়ালি যুক্ত থাকবেন তারেক রহমান, উপস্থিত থাকবেন ফখরুল-আমীর খসরু

মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir) এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী (Amir Khasru Mahmud Chowdhury)।

এছাড়া লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)।