অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা: ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের ঘোষণা আসিফ নজরুলের

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল (Legal Adviser Asif Nazrul) জানিয়েছেন, দেশে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করা হবে। শনিবার বিকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট (Judicial Administration Training Institute)–এ ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫’ (দ্বিতীয় খসড়া)–এর ওপর এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ইতিহাসে এই উদ্যোগ থাকলে ভালো হতো: আসিফ নজরুল

আসিফ নজরুল বলেন, “ফরহাদ ভাই বারবার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের কথা বলেছেন। ট্রুথ জাস্টিস কমিশন অথবা ট্রুথ রিকনসিলিয়েশন কমিশনের খুব দরকার আছে। এটা সম্ভবত আমাদের দেশে ১৯৭২ সাল থেকেই থাকলে ভালো হতো।” তিনি আরও বলেন, “আমরা সবকিছু খুব প্রফেশনালভাবে নিষ্পত্তি করতে চাই… আমরা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করব।”

এ সময় তিনি রাজনৈতিক নিপীড়ন, গুম, নিখোঁজ, মানবাধিকার লঙ্ঘন ইত্যাদি বিষয়ে জাতীয়ভাবে সত্য উদঘাটন ও পুনর্মিলনের লক্ষ্যে এই কমিশনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।