জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party – NCP)–এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ (Hasnat Abdullah) বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে স্পষ্ট ঘোষণা না পেলে “মার্চ টু যমুনা” কর্মসূচি শুরু হবে। শনিবার (১০ মে) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে রাজধানীর শাহবাগ (Shahbagh) এলাকায় এক গণজমায়েতে তিনি এ ঘোষণা দেন।
এক ঘণ্টার আল্টিমেটাম
গণজমায়েতে হাসনাত বলেন, ‘‘অন্তর্বর্তীকালীন সরকার থেকে এখন পর্যন্ত আমরা আওয়ামী লীগ (Awami League) নিষিদ্ধে কোনো রোডম্যাপ পাইনি। আর এক ঘণ্টার মধ্যে যদি কোনো সুস্পষ্ট ঘোষণা না আসে, তাহলে মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করছি।’’
তিনি বলেন, ‘‘আমাদের কর্মসূচি অনুযায়ী, হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে রাজসিক মোড়ে আমরা অবস্থান করব। প্রয়োজন হলে সেখান থেকেই যমুনার দিকে পদযাত্রা করব।’’
রাজপথ দখলের প্রস্তুতির ঘোষণা
হাসনাত বলেন, ‘‘আর এক ঘণ্টা পর শাহবাগ থেকে বাংলামোটরের দিকের পুরো রাস্তাটা আমরা দখল করব। কেন্দ্রস্থল হবে রাজসিক মোড়।’’
উপদেষ্টাদের প্রতি কড়া বার্তা
তিনি উপদেষ্টাদের উদ্দেশে বলেন, ‘‘আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে আর কোনো গড়িমসি করবেন না। এখন পর্যন্ত আপনাদের বিশ্বাস করি, তবে দ্রুত নিষিদ্ধ করুন আওয়ামী লীগকে।’’
জমায়েতের অগ্রগতি
এ সময় জানা যায়, শাহবাগ থেকে একটি মিছিল এসে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে রাজসিক মোড়ে অবস্থান নিয়েছে।