Tuesday , March 21 2023
Breaking News
Home / Entertainment / ১৩ বছর পর বাংলার জনপ্রিয় নায়ক-নায়িকার বিয়ের খবর প্রকাশ্যে, রয়েছে এক পুত্র সন্তানও

১৩ বছর পর বাংলার জনপ্রিয় নায়ক-নায়িকার বিয়ের খবর প্রকাশ্যে, রয়েছে এক পুত্র সন্তানও

সম্প্রতি বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা জয় চৌধুরী ও অভিনেত্রী রোমানা নীড়ের গোপনে বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসতেই রীতিমতো সোশ্যাল মিডিয়াজুড়ে বইছে নানা আলোচনা-সমালোচনা। জানা গেছে, গত ১৩ বছর আগেই নাকি বিয়ে করেছেন এই জুটি। শুধু তাই নয়, বর্তমানে তাদের ঘরে এক পুত্র সন্তানও নাকি রয়েছে।

ছেলের নাম রেখেছেন রাধ সাহামাত চৌধুরী আজমান।জানা যায়, ২০১২ সালের ৩ ডিসেম্বর পারিবারিকভাবেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। তবে এতদিন কেন প্রকাশ্যে আসেনি তাদের বিয়ের খবর?

এ প্রসঙ্গে অভিনেতা বলেন, এতদিন কেউ জিজ্ঞেস করেনি বলে জানা যায়নি। কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমাদের কমন সার্কেলের সবাই জানত যে আমরা বিবাহিত। আমাদের বাড়িতে সবারই আসা যাওয়া আছে। তিনি আরো বলেন, রোমানা সম্পর্কে সে আমার মামাতো বোন। যদিও আমাদের বিয়েটা পারিবারিক ব্যাপার ছিল, কিন্তু আড়ম্বর আর অনুষ্ঠানের কথা সবাইকে জানানো হয়নি।

তিনি আরও বলেন, অনেকে ব্যক্তিগত বিষয় সামনে এলে অকারণে গসিপ করেন, যা ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে। আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে গসিপ চাই না।

এদিকে প্রথমবারের মতো ভগ্নিপতি কাজী জারা (রোমানার ছোট বোন) নায়ক হিসেবে পর্দায় আসছেন জয় চৌধুরী।দুলাভাই-শ্যালিকা জুটির প্রথম সিনেমা ‘শেষ কথা’। গত বুধবার (৮ ফেব্রুয়ারি) থেকে গাজীপুরে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। ভিন্ন ধারার মৌলিক গল্পের সিনেমাটি পরিচালনা করছেন মোহাম্মদ ইসলাম।

একদিকে যেমন অভিনয় চালিয়ে যাচ্ছেন, তেমনই অন্যদিকে সংসারও সামলাচ্ছেন এই দম্পতি। আগামীতেও যেন তারা এভাবেই এক সাথে থাকতে পারেন, এমনটাই প্রত্যাশা করছেন তারা।

About Rasel Khalifa

Check Also

রেগে গেলেন অভিনেত্রী সাবিলা নূর, মূখ্য জবাব সোশ্যাল মিডিয়ায়

দীর্ঘদিন ধরে নাটকে অভিনয় করছে সাবিলা নূর। অভিনয় জগতে পা রাখার পর তার পড়ালেখায় অনেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *