আ. লীগের নিষিদ্ধের বিরোধিতাকারী সুশীলরা দালাল, জাতীয়ভাবে বয়কটের আহ্বান যুক্তরাজ্য বিএনপি সভাপতির

যুক্তরাজ্য বিএনপি (UK BNP) সভাপতি এম এ মালিক (MA Malik) তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে বলেছেন, কিছু কথিত সুশীল ব্যক্তি এখন আওয়ামী লীগ (Awami League) নিষিদ্ধ করার বিরোধিতা করছেন, অথচ এই দলের নেতারা বহুবার বিএনপি (BNP) নিষিদ্ধের দাবি তুলেছিলেন।

‘সুশীল’ পরিচয়ের আড়ালে দালালি?

স্ট্যাটাসে এম এ মালিক বলেন, ‘‘এরা আসলে সুশীল না, এরা হলো দালাল। এই দালালরা জাতিকে সবসময় বিভ্রান্ত করেছে। আন্দোলনের সময় ঘুমিয়ে ছিল, তাই রক্ত দেয়নি—রক্তের মূল্য বোঝে না।’’

তিনি বলেন, ‘‘এদের জাতীয়ভাবে চিহ্নিত করে বয়কট করতে হবে। কারণ এরা আন্দোলনের অংশ নেয়নি, অথচ এখন আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করে নিজেদের ‘সুশীল’ সাজাচ্ছে।’’

অতীতের তুলনা টেনে সমালোচনা

এম এ মালিক অভিযোগ করেন, আওয়ামী লীগ অতীতে বহুবার বিএনপির রাজনীতি নিষিদ্ধ করার কথা বলেছে। তাই এখন তাদের বিরুদ্ধে যখন নিষেধাজ্ঞার দাবি উঠেছে, তখন কিছু সুশীলের পক্ষ নেওয়াটা প্রমাণ করে—তারা পক্ষপাতদুষ্ট ও জাতির প্রতি বিশ্বাসঘাতকতা করছে।