অনলাইন অ্যাকটিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য (Pinaki Bhattacharya) অভিযোগ করেছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ (Abdul Hamid) এপ্রিলের ২০ থেকে ২৭ তারিখ পর্যন্ত সিএমএইচ (CMH)–এ ভিআইপি মর্যাদায় চিকিৎসা গ্রহণ করেন এবং এরপর লাল পাসপোর্ট ব্যবহার করে ইমিগ্রেশন পার হয়ে দেশত্যাগ করেন।
সাবেক রাষ্ট্রপতির পাসপোর্ট ছিল সক্রিয়
শনিবার (১০ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে পিনাকী বলেন, “হামিদ লাল পাসপোর্ট দিয়াই ইমিগ্রেশন ক্রস করছে। এপ্রিলের ২০ থেকে ২৭ সিএমএইচে সাবেক প্রেসিডেন্ট হিসাবে ভিআইপি চিকিৎসা নিছে।”
তিনি প্রশ্ন তোলেন, “তার পাসপোর্ট কীভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় (Ministry of Foreign Affairs) রেখে দিলো? বাতিল করল না কেন?”
মন্ত্রণালয়ের দায় এড়িয়ে বিদ্রুপাত্মক মন্তব্য
পিনাকী ভট্টাচার্য ব্যঙ্গাত্মকভাবে বলেন, “ওহ আচ্ছা সরি, সচিব জসিম মোদিতীর্থ পোভুপাদ (Jasim Moditirtha Povhupad) তো পাকিস্তানকে ক্ষমা চাইতে বাধ্য করা, আটকে পড়া পাকিস্তানিদের ফেরত পাঠানো, পাকিস্তান থেকে পাওনা আদায়—এসব নিয়েই বিজি। উনাকে ডিসঠাপ দিয়েন না।”
পোস্টটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোচনা সৃষ্টি করেছে, বিশেষত সাবেক রাষ্ট্রপতির পাসপোর্ট বৈধতা ও সরকারি সুবিধা প্রাপ্তির প্রেক্ষাপটে।