Thursday , March 30 2023
Breaking News
Home / Entertainment / প্রেমিকা ঐন্দ্রিলাকে নয়, যে কারণে শ্রাবন্তীকে বিয়ে করতে চাইলেন অঙ্কুশ (ভিডিওসহ)

প্রেমিকা ঐন্দ্রিলাকে নয়, যে কারণে শ্রাবন্তীকে বিয়ে করতে চাইলেন অঙ্কুশ (ভিডিওসহ)

ভারতীয় বাংলা সিনেমার অত্যন্ত জনপ্রিয় তারকা প্রেমিক যুগল অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সম্পর্কের ১৩ বছর পূর্ণ এই জুটির। তবে সম্প্রতি সম্পর্কের টানাপোড়ন নিয়ে বেশ আলোচনায় রয়েছেন তারা। দিনশেষে ভালোবাসার মানুষের সঙ্গেই বিয়ে হবে কি না, তা যেন জানেনই না অঙ্কুশ।

শনিবার (১১ ফেব্রুয়ারি) নিজের সোশ্যাল হ্যান্ডেলে এমনটাই জানিয়েছেন অভিনেতা। এদিকে কবে সাতপাকে গাঁটছড়া বাঁধবেন তা নিয়ে টালিপাড়া থেকে অঙ্কুশ-ঐন্দ্রিলার ভক্তদের মধ্যে আগ্রহের কমতি নেই। তবে সম্প্রতি শ্রাবন্তী তাকে বিয়ে করলে তার কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন অভিনেতা।

সেই পোস্টের পর থেকেই প্রসেনজিৎ, আবির চট্টোপাধ্যায়ের মতো জনপ্রিয় তারকারা অঙ্কুশকে ফোন করে প্রশ্ন করছেন কেন তারা বিয়ে করছেন না? এসব কথা মাথায় রেখে তারা দ্রুত বিয়ের তারিখ ঘোষণা করে যেন বিয়ের পিঁড়িতে বসেছে। এবার সেই তালিকায় যোগ দিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

সম্প্রতি ঐন্দ্রিলাকে একটি ভিডিও বার্তা পাঠান তিনি। ওই ভিডিও বার্তায় তিনি বলেন, কত বছর একসঙ্গে আছ? তোমরা সম্ভবত ১২ বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে আছ।

শ্রাবন্তীর প্রশ্ন শুনে ঐন্দ্রিলা ছুটে যান অঙ্কুশের কাছে। ভিডিওটি দেখার পর অঙ্কুশ বললেন, ধুর! সবাই একই প্রশ্ন করছে। আমি এটা মোটেও পছন্দ করি না। আমি কিকরে বলব? লজ্জায় কিছু বলতে পারছি না।

হতাশার চরম পর্যায়ে পৌঁছে অঙ্কুশ বলেন, শ্রাবন্তীর যদি আমার ব্যাচেলর থাকায় এতোই সমস্যা হয়ে থাকে, তাহলে ও (শ্রাবন্তী) আমাকে বিয়ে করে নিক। এতে আমার কোনো আপত্তি নেই। অঙ্কুশের এমন কথায় রীতিমতো রেগে যান ঐন্দ্রিলা।

আর এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই রীতিমতো শুরু হয় ব্যাপক শোরগোল। তাহলে কি তাদের এতদিনের সম্পর্ক ভেঙে যাবে ? এই প্রশ্নের উত্তর যেন খুঁজে চলেছেন সকলেই।

ভিডিওটি দেখতে নিচে লিংক দেওয়া হলো-

https://www.facebook.com/reel/1436584380417124

About Rasel Khalifa

Check Also

মধ্যরাতে একই বিছানায়, অভিনেতা-অভিনেত্রীর ঘনিষ্ঠ মুহূর্ত ফাঁস (ভিডিওসহ)

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায় টালিউডের অন্যতম জনপ্রিয় তারকা জুটি শ্রীমা ও ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *