‘আমরা ফ্লাই করার ২০ মিনিট পর এয়ারপোর্টে মিসাইল পড়ে’—পাকিস্তান থেকে ফিরে বললেন রিশাদ হোসেন

পাকিস্তান (Pakistan) সফর শেষে দেশে ফিরে ভয়াবহ এক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন জাতীয় দলের স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন (Rishad Hossain)। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সময় ভারত-পাকিস্তান সংঘাতে পড়েন তিনি ও আরেক ক্রিকেটার নাহিদ রানা (Nahid Rana)।

“২০ মিনিটের ব্যবধানে মিসাইল হামলা”

দেশে ফেরার পর ঢাকা বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিশাদ বলেন, “আমরা ফ্লাই করার ২০ মিনিট পরই এয়ারপোর্টে মিসাইল পড়ে। তখন আমরা সবাই শকড হয়ে গিয়েছিলাম।”

তিনি জানান, এসময় পরিবারসহ পুরো দল চরম উৎকণ্ঠায় ছিল। “বিদেশি খেলোয়াড়রা খুবই নার্ভাস হয়ে পড়ছিল,” বলেন রিশাদ।

বিসিবি-পিসিবির সহযোগিতায় নিরাপদ প্রত্যাবর্তন

রিশাদ ধন্যবাদ জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)–কে। তাদের সহযোগিতাতেই তারা নিরাপদে দেশে ফিরতে পেরেছেন বলে মন্তব্য করেন তিনি।

পিএসএল পুনরায় মাঠে গড়াতে পারে

ভারত ও পাকিস্তান মধ্যকার উত্তেজনা কমিয়ে আনতে মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতায় শনিবার (১০ মে) বিকেলে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে উভয় দেশ। ফলে স্থগিত হওয়া পিএসএল আবারও মাঠে গড়াতে পারে।

রিশাদ জানান, “পিএসএল যদি দুবাই (Dubai)তে হয়, তাহলে লাহোর কালান্দার্সের সঙ্গে আবার যোগ দেওয়ার চেষ্টা করব।”