চলছে ভালোবাসার মাস ফেব্রুয়ারী। পুরো মাসটাই যেন ভালোবাসাতে মাখামাখি হয়ে থাকে। আর এই ভালোবাসার মাসেই ভালোবাসা নিয়ে হয়ে গেলো বড় একটি ঘটনা।জয়পুরহাট সরকারি কলেজের সামনে বারোঘাটি পুকুর এলাকায় দুই জোড়া তরুণীর মারামারির ভিডিও ভাইরাল হয়েছে।শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে মারামারির এ ঘটনা ঘটে।
জানা গেছে, এক যুবকের প্রেমে পড়েছিলেন ওই দুই তরুণী। দুই তরুণী তাদের বোন ও বান্ধবীর সঙ্গে মিটমাট করতে এসে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করা ১ মিনিট ৩ সেকেন্ডের একটি ভিডিওতে বোরকা পরা দুই তরুণীকে শাড়ি পরা দুই তরুণীকে মারধর করতে দেখা যায়। শাড়ি পরা তরুণী রাস্তায় গেলে বোরকা পরা তরুণী তার বুকে বসে পড়েন। বোরকা পরা এক তরুণী শাড়ি পরা এক তরুণীর চুলে টান দিচ্ছেন। কেউ কেউ তাদের মারামারি মোবাইল ফোনে ধারণ করে। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনকে তাদের আটকাতে দেখা যায়।
ঘটনাস্থলে উপস্থিত রনি হোসেন জানান, এক যুবক ও দুই তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তাদের মধ্যে ঘটনা জানাজানি হয়। এ নিয়ে সংঘর্ষ হয়। পরে তারা নিজেরাই সমঝোতার উদ্যোগ নেন। এ কারণে শনিবার বিকেলে দুই তরুণী, একজন শাড়ি এবং অন্যজন বোরকা পরে তাদের বোন ও বান্ধবীকে নিয়ে জয়পুরহাট সরকারি কলেজের সামনে বারোঘাটি পুকুর এলাকায় আসেন। তারা নিজেদের মধ্যে কথা বলছিলেন। হঠাৎ দুই জোড়া শাড়ি ও দুই জোড়া বোরকা পড়ে তুমুল মারামারি শুরু হয়। এরপর কয়েকজন যুবক তাদের লড়াইয়ের দৃশ্য মোবাইল ফোনে রেকর্ড করে। পরে মারামারি ভেঙে যায়।
রাতুল নামে এক তরুণ মুঠোফোনে দুই জোড়া তরুণীর মধ্যে মারামারির দৃশ্য ভিডিও করেন।
তিনি বলেন, শনিবার বিকেলে আমরা বারোঘাটি পাকুড়পাড়ে কলেজের সামনে আড্ডা দিচ্ছিলাম। বিকেল সাড়ে চারটার দিকে শাড়ি পরা দুই তরুণী বারোঘাটি পুকুরে আসেন। সেখানে দুই যুবতী বোরকাপে অপেক্ষা করছিল। শাড়ি পরা দুই তরুণী বোরকাপে দুই তরুণীর সঙ্গে কথা বলছিলেন। কয়েক মিনিট পর তাদের মধ্যে হাতাহাতি হয়। অনেকেই বিষয়টি মোবাইল ফোনে রেকর্ড করছিলেন। আমি তরুণীদের লড়াইয়ের দৃশ্যও ভিডিও করি। লড়াই ভাঙার পর তারা দ্রুত আটকে যায়।
তিনি আরও বলেন, আমি যতদূর জানি প্রেমের সম্পর্ক নিয়ে এক যুবক ও দুই তরুণীর মধ্যে মারামারি হয়। আমরা একজন তরুণীকে চিনতে পেরেছি। তিনি জয়পুরহাট সরকারি কলেজের অনার্সের ছাত্র।
প্রসঙ্গত, এ দিকে এই ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ব্যাপক ভাবে। সকলেই এমন একটি বিষয় নিয়ে করছে বেশ হাসাহাসি। বিশেষ করে ভিডিওটি নিয়ে প্রেমিক যোগলদের মধ্যে হচ্ছে বেশ হাস্যরস।