বিশ্বের প্রায় প্রতিটি দেশেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার বাংলাদেশ প্রবাসী। যাদের বদৌলতে আজ বিশ্বদরবারে বাংলাদেশ রীতিমতো মাথা উঁচু করে চলতে পারছে। তবে তাদের মধ্যে এমনও কিছু মানুষ রয়েছেন, যাদের কিছু নেতিবাচক কর্মকান্ডের কারণে দিন দিন বাংলাদেশের মান আরো ক্ষুন হচ্ছে। আর তাদের মধ্যে অন্যতম এক নাম মো. সুমন মাতবর।
ব্রুনাইয়ের অভিবাসন আইন ভঙ্গ ও নিয়োগকর্তার কাছ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগে ২৭ বছর বয়সী মো. সুমন মাতবর নামে এক বাংলাদেশির বিষয়ে তথ্য দেয়ার আহ্বান জানিয়েছে দেশটির রয়্যাল ব্রুনাই পুলিশ ফোর্স (পিপিডিবি)। পলাতক মোঃ সুমন মাতবর দীর্ঘদিন ধরে ব্রুরাইয়ে বসবাস করে আসছে। তার পাসপোর্ট নম্বর A022633377। বন্দর সেরি বেগাওয়ানের মুয়ারা থানায় তার নিয়োগকর্তা একটি প্রতিবেদন দায়ের করেছিলেন।
স্থানীয় সময় মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দেশটির রয়্যাল পুলিশ ফোর্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, পলাতক সুমনের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে মুয়ারা থানায় ২৭৭০১৪০, পুলিশ ইমার্জেন্সি লাইন ৯৯৩ বা আশেপাশের যেকোনো থানায় সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
তার সন্ধান পেতে রীতিমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে তার খোঁজ পাওয়া গেলে সাথে সাথে বিষয়টি জানাতে অনুরোধও করেছে তারা।