১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, যুদ্ধাপরাধ এবং পাকিস্তানপন্থা নিয়ে নিজের দৃঢ় মতামত প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ([Mahfuz Alam])। শনিবার (১০ মে) মধ্যরাতে তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তানপন্থা পরিত্যাগ করতেই হবে।”
“যুদ্ধাপরাধের কোনো আপস নেই”
মাহফুজ আলম লেখেন, “১৯৭১ সালে পাকিস্তান ([Pakistan]) এই দেশে গণহত্যা চালিয়েছে। যদিও পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে এবং আবারও ক্ষমা চাইতে রাজি, তবুও যেসব রাজনৈতিক শক্তি এই গণহত্যার সহযোগী ছিল, তারা এখনও ক্ষমা চায়নি।”
তিনি আরও যোগ করেন, “বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তানপন্থা বাদ দিতে হবে। ইনিয়ে-বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান তৈরি বন্ধ করতে হবে। জুলাই আন্দোলন ([July Movement])-এর ভেতরে ঢুকে ষড়যন্ত্র বা ‘স্যাবোট্যাজ’ করা চলবে না।”
মুজিববাদী বামের কড়া সমালোচনা
মুজিববাদী বাম ([Mujibist Left]) ঘরানার রাজনীতিকদের উদ্দেশে মাহফুজ আলম বলেন, “তাদের ক্ষমা নেই। আওয়ামী লীগের ([Awami League]) গুম-খুন এবং শাপলায় মোদীবিরোধী আন্দোলনে হত্যাযজ্ঞের মস্তিষ্ক ছিল এরা। এরা ‘থার্টি সিক্সথ ডিভিশন’, যারা জুলাইয়ের সময়ে দালালি করেও এখন বহাল তবিয়তে আছে।”
তিনি বলেন, “আজ পর্যন্ত মুজিববাদী বামেরা সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিকভাবে জুলাইয়ের শক্তির সঙ্গে গাদ্দারি করে যাচ্ছে। এরা দেশে বসে জুলাই আন্দোলনের পক্ষের শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।”
‘বি-টিম’ আওয়ামী লীগও পরাজিত হবে
মাহফুজ আলম সতর্ক করে বলেন, “আওয়ামী লীগ ([Awami League]) ও তাদের এই বি-টিম শিগগিরই পরাজিত হবে। অন্য কারও কাঁধে ভর করে কেউ লাভবান হবে না।”