বাংলাদেশের বর্তমান সময়ে যে সব সমস্যা রয়েছে তার মধ্যে অন্যতম বড় একটি সমস্যা হলো রোহিঙ্গা সমস্যা। আর এই সমস্যার কারনে এখন বাংলাদেশে দেখা দিচ্ছে নানা ধরনের অস্থিরতা। এ দিকে এবার এ নিয়ে ফাঁস হয়েছে একটি গোপন নথি। যা প্রকাশ করেছে জার্নালিস্ট জুলকারনাইন সায়ের। পাঠকদের উদ্দেশ্যে তার সেই লেখনী তুলে ধরা হলো হুবহু:-
রোহিঙ্গাদের ওপর মিয়ানমার বাংলাদেশ যৌথ অভিযান চালাচ্ছে এই শিরোনামে গত ১৬ই ফেব্রুয়ারী সাউথ এশিয়া গ্লোবে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়।
৪৫ পাতার ফাঁস হওয়া সরকারী নথির ভিত্তিতে করা ওই প্রতিবেদনে প্রকাশ পেয়েছে মিয়ানমারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সন্ত্রাসবিরোধী কেন্দ্রীয় কমিটি এবং বাংলাদেশের নিরাপত্তা সংস্থার উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে এবং দুই পক্ষ একজোট হয়ে রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠী এবং আরসা’র বিরুদ্ধে সহযোগিতা মূলক অভিযান পরিচালনা করছে।
রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূলের উদ্দেশ্যে মিয়ানমারের খুনে সামরিক বাহিনীর সদস্যরা ইতিহাসের বর্বরতম হত্যাযজ্ঞ চালায় এই রোহিঙ্গাদের উপর। প্রায় সকল উদার গণতন্ত্রের দেশ মিয়ানমারের উপর গুরুতর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আঞ্চলিক গুরুত্ব বৃদ্ধি করতে মিয়ানমার নিজস্ব সামরিক নিউক্লিয়ার সক্ষমতা অর্জনে বেশ সচেষ্ট বলেও বিশ্বস্ত সুত্রে জানা যায় এবং পরিস্কারভাবেই তা বাংলাদেশের জন্যে তো বটেই এমনকি বৈশ্বিক নিরাপত্তার জন্যেও ভয়াবহ হুমকির কারন হয়ে দাঁড়াবে।
এধরনের একটি রাষ্ট্রের সাথে যৌথ সামরিক অভিযান পরিচালনা কতটা গ্রহনযোগ্য বা যৌক্তিক?
সাউথ এশিয়া গ্লোবে প্রকাশিত সাংবাদিক শাফিউর রহমানের প্রতিবেদনের লিংকটি কমেন্টে দেয়া আছে।
প্রসঙ্গত, এ দিকে আন্তর্জাতিক মহল বার বার মিয়ানমারকে তাদের জনগণ নিজ দেশে ফিরিয়ে নেয়ার কথা বললেও তার কোনো ধরণের বাস্তবতা দেখা যায়নি। কারন বাংলাদেশে দিনদিন এই সমস্যা হয়ে উৎসে ব্যাপক বিস্তর।আর এই কারণে দেশকে পড়তে হচ্ছে নানা ধরণের ঝামেলার মধ্যে।