ইলিয়াস হোসেন (Ilias Hossain), প্রবাসী সাংবাদিক, একটি ফেসবুক পোস্টে মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগ (Awami League) এখনও কতটা ভয়ানক তা বিএনপি (BNP) বুঝে উঠতে পারেনি।
ফেসবুকে ইলিয়াস হোসেনের পোস্ট
আজ রবিবার (১১ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন,
“প্রিয় বিএনপির দয়ালু ভাই-বোনেরা শুভ সকাল৷ আপনারা আওয়ামী লীগ কি জিনিস সেটা এখনও টের পান নাই।”
তিনি অভিযোগ করেন, আজ নিউইয়র্ক (New York)–এ বিএনপির বিজয় মিছিলে হামলা চালিয়েছে আওয়ামী লীগ। তাঁর ভাষ্য অনুযায়ী, “আপনাদের যেই আওয়ামী লীগের জন্যে পরান কান্দে, তারা আজকে নিউইয়র্ক বিএনপির বিজয় মিছিলের উপর হামলা করে বিএনপিকে সেই প্যাদানি দিয়েছে।”
মারধর ও প্রতিক্রিয়া
তিনি আরো বলেন, “পুলিশ না ডাকলে কয়েকজনকে হাসপাতালে থাকতে হতো। বিএনপি দো’চন খাওয়ায় বিশ্বাসী। ১৫ বছর দোচ’ন খেয়েও আওয়ামী লীগের প্রতি তাদের ভালোবাসা কমেনি—আশা করি এই হালকা মাইরের পরেও ভালোবাসা অটুট থাকবে।”
ইলিয়াসের এই পোস্ট সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। এতে রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি বিদ্রুপাত্মক মন্তব্য ও কটাক্ষ উঠে এসেছে।