‘ভ্যালেন্টাইন্স ডে’ কে কেন্দ্র করে প্রেমিক যুগলদের নানা কর্মকান্ডই চোখে পড়ার মতো। বিশেষ করে, এই দিনটি উপভোগ করে আগে থেকেই নানা পরিকল্পনা করে থাকেন তারা। এদিন একে অপরকে উপহার দেয়া তো আছেই। তাছাড়া খেতে ও ঘুরতে যাওয়ার বিষয়টি তো খুবই সাধারণ। কিন্তু ভালবাসা উদ্যাপন করতে গিয়ে যে এমন পরিণতি হবে, তা আন্দাজও করতে পারেনি এক যুগল।
সম্প্রতি এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখা যায়, এক নারী জুতা হাতে পেছন থেকে দম্পতির দিকে ছুটে আসছেন। কিছু বুঝে উঠার আগেই চোখের পলকে একের পর এক জুতা মারতে থাকে।
ততক্ষণে তরুণী বুঝতে পারল, ওই নারী আসলে তার মা। মাকে দেখে ভয়ে টেবিল ছেড়ে বেরিয়ে আসেন তিনি।
মায়ের হাত থেকে প্রেমিককে বাঁচাতে গিয়ে মেয়ের কপালেও জোটে জুতা পেটা। ওই যুবকের সঙ্গে মেয়েটিকে ঘনিষ্ঠ সম্পর্কে দেখে ক্ষোভে ফেটে পড়েন তিনি। নিজেকে বাঁচানোর চেষ্টায় ব্যর্থ হয়ে যুবক টেবিল থেকে উঠে তার প্রেমিকাকে ছেড়ে দেওয়ার জন্য অনুনয়-বিনয় করতে থাকে। কিন্তু সে কথায় কর্ণপাত না করে একের পর এক মারধর করতে থাকে।
আর এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই মুহূর্তেই ভাইরাল হতে দেখা যায়। জানা গেছে, আলোচিত এই ঘটনাটি পাকিস্তানের।
Kalesh B/w Couples and Girl’s Mom on Valentine’s Daypic.twitter.com/01Oia07RRt
— Ghar Ke Kalesh (@gharkekalesh) February 15, 2023