সম্প্রতি বাংলাদেশে ঘোষণা করা হয়েছে দেশের ২২তম রাষ্ট্রপতির নাম। আর এই নিয়ে এখনো চলছে নানা ধরনের আলোচনা। এ দিকে সম্প্রতি রাষ্ট্রপতির বিষয়ে বেশ কিছু মন্তব্য করেছেন আসিফ নজরুল। এই নিয়ে এবার একটি বিশেষ লেখনী লিখেছেন প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব আশরাফুল আলম খোকন। পাঠকদের উদ্দেশ্যে তার সেই লেখনী তুলে ধরা হলো হুবহু:-
নতুন মহামান্য রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু সাহেবের ফেসবুক প্রোফাইল দেখতে গিয়েছিলেন আসিফ নজরুল।উদ্দেশ্য, তিনি ফেসবুক দেখে রাষ্ট্রপতির যোগ্যতা যাচাই করবেন। গিয়ে নাকি দেখলেন মহা না-জায়েজ সব কান্ড।” খালেদ মহিউদ্দিন জানতে চায় ” অনুষ্ঠানে এই কথাগুলোই বলছিলেন তিনি। তা তিনি কি দেখলেন ?
গিয়ে দেখলেন,কিছুদিন আগে নতুন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর প্রেস ঊইংয়ের একজন সাবেক কর্মকর্তাকে (বর্তমানে বিদেশে) জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। পদে খুবই ক্ষুদ্র একজন কর্মকর্তাকে শুভেচ্ছা জানানো দেখেই নাকি আসিফ নজরুল বুঝে গিয়েছেন নতুন রাষ্ট্রপতির লেভেল খুব নীচু।
ফেসবুকে জন্মদিনের, বিয়ের শুভেচ্ছা জানানোকে যে লোক রাষ্ট্রপতির যোগ্যতা যাচাইয়ের মাপকাঠি মনে করে, তিনি একাধারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জোটবদ্ধ বিবৃতিদাতা বুদ্ধিজীবী,জাতিকে জ্ঞান দেয়া টকশোজীবী, কলাম লেখক, অনেক অনেক পরিচয় ওনার।এই লোকের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা কি ঠিক হবে?
একজন সাবেক ছাত্রনেতা ফোন দিয়ে বললো এই আসিফ নজরুল নাকি কুখ্যাত এক ছাত্রনেতার সাপ্লাইয়ার ছিলো। তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও অনেক তথ্য দিলেন।ইতোমধ্যে জাতিও কমবেশি জানে।কিন্তু এইসব নিয়ে নাড়াচাড়া করা শোভন কাজ না,ওনার মত নোংরা মনমানসিকতার হইলে হয়তো পারতাম।
প্রসঙ্গত, এ দিকে সাহাবুদ্দিন চুপ্পু আর কিছুদিনের মধ্যেই বুঝে নিবেন তার দায়িত্ব। আর সেই সাথে সাথে শেষ হয়ে যাবে আব্দুল হামিদের যুগ।