বাংলাদেশে রয়েছে দুই হাজারেরও বেশি নিবন্ধিত অনিবন্ধিত পত্রিকা। আর এই সব পত্রিকা সাধারণত দেশের নানা ধরনের সব সংবাদ প্রকাশ করে থাকে। এ দিকে সম্প্রতি এমনি একটি পত্রিকার একজন অংশীদারের একটি অডিও ভাইরাল হয়েছে। আর এই ভাইরাল অডিও নিয়ে এখন হচ্ছে বেশ আলোচনা সমালোচনা। এ নিয়ে একটি লেখনী এবং সেই অডিওটি প্রকাশ করেছেনা জার্নালিস্ট জুলকারনাইন সায়ের। পাঠকদের উদ্দেশ্যে তার সেই লেখনী তুলে ধরা হলো হুবহু:-
নিজের মালিকানাধীন পত্রিকায় মানহানিকর খবর প্রকাশের ইঙ্গিত দিয়ে সাংবাদিককে ‘কচুকাটা’ করার হুমকি দেন পিএইচপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ইকবাল হোসেন। দৈনিক আমাদের সময় ও এটিএন বাংলাসহ কয়েকটি গণমাধ্যমে পিএইচপি গ্রুপের মালিকানা রয়েছে। ইকবাল বাংলাদেশে রুয়ান্ডার অনারারি কনসাল হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বাবা মুহাম্মদ মিজানুর রহমান ২০২০ সালে একুশে পদক পান সমাজসেবায় ‘অবদানের’ স্বীকৃতি হিসেবে।
সম্প্রতি প্রকাশ হওয়া এক অডিও রেকর্ড থেকে জানা গেছে, ইকবাল তার পিএইচপি গ্রুপের মালিকানাধীন পত্রিকা ও টিভি চ্যানেলে দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের প্রকাশক ও উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মার বিরুদ্ধে মানহানিকর খবর প্রকাশের ইঙ্গিত দিয়ে তাকে ‘কচুকাটা’ করার হুমকি দিচ্ছেন একাধিকবার। ঢাকার অজ্ঞাত কোনো প্রভাবশালী মহল থেকে ‘ডাক’ আসবে বলেও তিনি ভয় দেখাচ্ছিলেন।
প্রসঙ্গত,অডিওটি প্রকাশ হওয়ার পর থেকেই সারা দেশে আমাদের সময় নামক পত্রিকাকে নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। বিশেষ করে ইকবালকে নিয়ে সবাই করছে নানা ধরনের সমালোচনা। অবশ্য এই অডিও প্রকাশ হওয়ার পর থেকে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও এ নিয়ে জানা যায়নি কোনো ধরণের বক্তব্য।