Wednesday , March 22 2023
Breaking News
Home / Countrywide / গুলশানে বহুতল ভবনে আগুন লাগার ভয়াবহ বর্ণনা দিলেন বেঁচে ফেরা গৃহকর্মী

গুলশানে বহুতল ভবনে আগুন লাগার ভয়াবহ বর্ণনা দিলেন বেঁচে ফেরা গৃহকর্মী

গতকাল অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি রাজধানীর গুলশান-২-এর একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। জানা গেছে, ওই ভবনের ৭ম তলা থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর সেখান থেকে আরও ৩টি তলায় আগুন ছড়িয়ে পড়ে। সেখানে দমকলকর্মীরা হাজির হয়ে আগুন নেভানোর চেষ্টা করে। ভবনের অনেকে জীবন বাঁচাতে ছাদে উঠে যায়।

ওই ভবনের ১২ ও ১৩ তলায় গৃহকর্মীর কাজ করেন রিনা আক্তার। তিনি বলেন, ফ্ল্যাটটি ফাহিম সিনহার। তিনি একমি ফার্মাসিউটিক্যালসের একজন সিনিয়র এক্সিকিউটিভ। আমি ১২ এবং ১৩ তলায় কাজ করি। ঘটনার সময় আমি ১২ তলায় ছিলাম। হঠাৎ বাবুর্চি বলে ওঠে ধোঁয়া দেখা যাচ্ছে, সবাই আ”গুন আ”গুন বলে চিৎকার করছে। আমরা লিফট থেকে নেমে আসি। আমার ম্যাডাম (শ্যামা রহমান) ফ্ল্যাট থেকে বের হতে পারেননি। আমি তাকে লাফ দিতে দেখেছিলাম। আমরা আর পরে তার সম্পর্কে জানি না। আমরা কোনোরকমে বেঁচে ফিরতে পেরেছি।

গুলশান-২ এর ১০৪ নম্বর রোডের ২/এ হোল্ডিং-এর বহুতল ভবনে সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ শুরু করে। পরে সর্বশেষ ১৯টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত একজনের ম”রদেহ উদ্ধার করা হয়েছে। অনেককে ভবনের ভেতর থেকে বাঁচাতে চিৎকার করতে দেখা গেছে।
অনেকেই কোন উপায় না দেখে ভবনটি থেকে নিচে লাফিয়ে পড়ে। এদিকে ভবনে থাকা লোকজনের স্বজনেরা ভবনের বাইরে থেকে জানান, তাদের অনেকেই ছাদে উঠে গিয়ে সেখান থেকে বাঁচার জন্য আকুতি জানায়। তারা তাদের স্বজনদের নিকট একের পর এক ফোন করতে থাকে।

 

About bisso Jit

Check Also

বাধ্যতামূলক করা হচ্ছে ভূমি বণ্টননামা, যে সুফল পাবে মানুষ

জমি বিরোধের ঘটনা নতুন কোনো বিসয় নয় আমাদের দেশে। দেশে ভূমি সংক্রান্ত আইনের অভাব নেই, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *