এশিয়ার দেশ পাকিস্তান এর বর্তমান অবস্থা এখন বেশ নাজুক। দেশটির অর্থনৈতিক অবস্থা একেবারেই শেষের পথে। দেশটির অর্থনীতি আর দাঁড়াতেই পারছে না মাথা উঁচু করে। এবার এই দেশের দেউলিয়াত্ব নিয়ে মুখ খুলেছেনা এক মন্ত্রী। জানা গেছে পাকিস্তান দেউলিয়া বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, “পাকিস্তানিরা এমন একটি দেউলিয়া দেশে বসবাস করছে যেটি দেউলিয়া হয়ে গেছে।” আর এর জন্য দেশের প্রায় সবাই দায়ী।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, শিয়ালকোটে এক সমাবর্তন অনুষ্ঠানে খাজা আসিফ এমন চাঞ্চল্যকর মন্তব্য করেন।
বর্তমানে দেশের অর্থনৈতিক মন্দা ভয়াবহ আকার ধারণ করেছে। পাকিস্তানে মুদ্রাস্ফীতি চলতি সপ্তাহে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। প্রতি লিটার দুধ দুইশত টাকা বেশি, আটার দামও অনেক বেশি। সরকার কোনোভাবেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারছে না।
বিশ্লেষকরা বলছেন, আইএমএফের শর্ত মেনে নতুন কর ও পেট্রোলের দাম বৃদ্ধির কারণে মূল্যস্ফীতি বেড়েছে। এ অবস্থায় দেশ দেউলিয়া না হয়ে যাবে বলে দীর্ঘদিন ধরেই আশঙ্কা প্রকাশ করে আসছে দেশবাসী।
পাকিস্তান সরকারের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যে বোঝা গেল ভয়াবহ পরিস্থিতি বাস্তব হয়ে উঠছে।
সমাবর্তন অনুষ্ঠানে খাজা আসিফ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দোষারোপ করে বলেন, আড়াই বছর আগে পিটিআই সরকার সন্ত্রাসীদের দেশে ঢুকতে দিয়েছিল, যার কারণে এখন হামলা বেড়েছে।
প্রসঙ্গত, এ দিকে দেশটির অর্থনীতি নতুন করে সাজাতে বেশ উঠে পরে লেগেছে দেশটির সরকার। জানা গেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সরকারি ব্যয় কমিয়ে কঠোরতার নীতি ঘোষণা করেছেন।একই সঙ্গে দুটি গলফ ক্লাব বিক্রি হলে ঋণের এক-চতুর্থাংশ শোধ করা যাবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী।