বাংলাদেশের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী অঞ্জনা সুলতানা বর্তমান সময়ে নিজেকে অভিনয়ে থেকে দূরে রেখেছেন। তবে তিনি অভিনয় না করলেও চলচ্চিত্র কেন্দ্রিক যেসকল সংগঠন রয়েছে সেগুলোর সাথে তিনি নিজেকে জড়িত রেখেছেন এবং সেখানে তার উপস্থিতি দেখা যায়। তিনি সোশ্যাল মিডিয়ায়ও বেশ সক্রিয় থাকেন এবং মাঝে মাঝে নানা বিষয় তুলে ধরেন।
সেখানে তিনি বিভিন্ন ব্যক্তিগত মতামত লেখেন। সেই প্রেক্ষিতে শনিবার (১৮ ফেব্রুয়ারি) একটি পোস্ট করেন। তবে স্ট্যাটাস দেওয়ার পর থেকেই নেট দুনিয়ায় শুরু হয় তোলপাড়। পাঠকের জন্য হুবহু স্ট্যাটাসটি তুলে ধরা হলো।
অঞ্জনা লেখেন, ‘দুই টাকার ছোটলোকের বাচ্চাদের হাতে মোবাইল আছে বলেই ফেসবুকে যা ইচ্ছা তা কমেন্ট করবে অসম্মান করবে, এটা তো মানা যায় না। মানুষকে সম্মান না দিলে কেউ কখনও সম্মান অর্জন করতে পারে না। সমালোচনা করা,আর জেনে বুঝে অসম্মান করা দুইটা দুই জিনিস এটা বুঝতে হবে।’
তিনি আরও লেখেন, ‘তাই সেই সব জারজদের বলছি, আগে ভাব বাড়িতে বাজারের টাকা আছে কি না, তারপর মানুষকে নিয়ে সমালোচনা কর। কেউ আমাকে যদি কমেন্ট বক্সে জ্ঞান দিতে আসেন, তাহলে তাকে ব্লক করে দেব। যা লিখেছি, ভেবেচিন্তে লিখেছি।
উল্লেখ্য, জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অঞ্জনা সুলতানা বাংলাদেশের চলচ্চিত্র জগতে একটি বিশিষ্ট নাম। প্রতিভাধর এই অভিনেত্রী তার নাচের দক্ষতার জন্যও পরিচিত, যার জন্য তিনি অনেক পুরস্কারও ঝুলিতে পুরেছেন। তার বর্ণাঢ্য ক্যারিয়ার জুড়ে ৩০০টির মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। অঞ্জনা তার সময়ের সমস্ত জনপ্রিয় অভিনেতাদের বিপরীতে অভিনয় করেছেলেন এবং বেশিরভাগ চলচ্চিত্রই ব্যবসা সফলতা পায়।