সম্প্রতি মৃত্যু হয়েছে বাংলাদেশের ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা মনিরের। আর এই শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি তার অনুসারী এবং সহযোগী রাজনৈতিকরা। এ দিকে তাকে নিয়ে আবারো একটি স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব আশরাফুল আলম খোকন। পাঠকদের উদ্দেশ্যে তার সেই লেখনী তুলে ধরা হলো হুবহু:
সদ্য প্রয়াত,ভাগ্যবিরম্ভিত সাবেক ছাত্রদল নেতা মনির ভাইয়ের মৃত্যু কিছু উপলদ্ধির জন্ম দিয়েছে। সর্বোচ্চ ত্যাগ দিয়ে রাজনীতি করতে হয়না,কাজ করতে হয় না। পরিনাম হয় কষ্টের, লাঞ্ছনা বঞ্চনার। যে কেউ আশেপাশে এমন অসংখ্য উদাহরণ পাবেন।
মন প্রাণ উজাড় করে দিয়ে, সৎ থেকে প্রেম করবেন? দেখবেন এর মূল্যও শূন্য। চারদিকে ভন্ড প্রেমিকদের জয়জয়কার। তাদের মার্কেট খুব চড়া।
শতভাগ সৎ থেকে ব্যবসা করবেন? দিনশেষে লাভের খাতা শূন্য।লাভ নিয়ে যাবে মধ্যস্বত্ব ভোগীরা। সৎ থেকে অফিসের জন্য শুধু কাজ করলেই প্রমোশন হয়না।
দেশের জন্য, দলের জন্য নিবেদিত প্রাণ,দক্ষ অনেক আমলাকেও দেখেছি, তাদের পদোন্নতিই হয়না।
অনেক দক্ষ অভিনেতা-অভিনেত্রী দেখেছি,তারা কাজই পান না। শিল্পকে ভালোবেসে দিনশেষে দুস্থ শিল্পী হয়ে মারা যান।
খাঁটি সোনা দিয়ে গয়না হয়না, খাদ লাগে। শুধু সিমেন্ট দিয়ে বিল্ডিং হয় না, বালু মিশাতে হয়।সুতরাং, সব কিছুতেই হালকা ভেজালও দরকার আছে!
ওহ আরেকটি কথা, কখনো বেশি করিৎকর্মা হতে যাইয়েন না। গাধার রাজ্যে ঘোড়া বেমানান। কারণ, ঘোড়া আগে চলে যায়। আর গাধারা সমস্বরে বলে উঠে, ঘোড়া শৃঙ্খলা ভঙ্গ করিয়াছে, তাহাকে মারিয়া ফেলো।
প্রসঙ্গত, এ দিকে মনিরের এই মৃত্যুতে এখনো শোকে স্তব্ধ তার গোটা পরিবার। তার নিজ এলাকায়ও বইছে শোকের ছায়া। তিনি ছিলেন একজন পরিষ্কার ইমেজের রাজনৈতিক নেতা।