বাংলাদেশের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রীর নাম হলো অপু বিশ্বাস। শুধু বর্তমানে নয় তিনি দীর্ঘ দিন ধরেই বাংলাদেশের সিনেমার একটি জনপ্রিয় নাম হয়ে দাঁড়িয়েছেন। তবে সম্প্রতি তিনি আলোচনায় আসছেন নতুন এক কারণে। বর্তমানে ঢাকাই সিনেমার দুই অভিনেত্রী অপু বিশ্বাসের সঙ্গে শবনম বুবলীর যেন সাপে-নেউলে সম্পর্ক। আবারও প্রকাশ হলো সেই শত্রুতার।
বুবলী প্রসঙ্গে অপু সম্প্রতি বলেন, ‘সে যাই করুক বা করুক না কেন, আমার সন্তান দেখছে। আমার সন্তান বোঝার মতো বয়সী। এখন জয়ের সিনিয়ররা অনলাইনে পড়াশোনা করে। আমি নাম বলব না, একজন একটি ভিডিও রেখে গেছেন। জয়ও সেই ভিডিও দেখেছেন। তাই এই ভিডিওগুলো তাকেও প্রভাবিত করতে পারে। কিন্তু আমি তা করব না। আমি আমার সন্তানকে একজন মানবিক মানুষ হিসেবে সঠিক পথে গড়ে তুলব।’
তিনি বলেন, ‘আমি মনে করি আমার পরিবারের শিক্ষা মানুষকে সম্মান করা, তাদের ক্ষতি করা নয় এবং আমি সেটাই করার চেষ্টা করি। আমি বুঝতে পেরেছি কে কাকে ছোট করছে। দীর্ঘদিন ধরে এসব বিষয়ে মিডিয়াকে এড়িয়ে যেতে চেয়েছি। কিন্তু একজন চলচ্চিত্র ব্যক্তিত্ব হওয়ার কারণে মিডিয়ার সামনে কথা বলার সময় এটি ধীরে ধীরে বেরিয়ে আসে।
ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস বলেন, “পৃথিবীর সব শিশুই আমার কাছে পবিত্র। সব শিশুই আমার ভালোবাসা। শিশুর মানসিক বিকাশের জন্য আনুষ্ঠানিক শিক্ষার চেয়ে পারিবারিক শিক্ষা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানুষের সঙ্গে কীভাবে আচরণ করতে হয়, তা আমি আমার সন্তানকে শেখাই।
প্রসঙ্গত, এ দিকে ইদানিং কালে অপু বিশ্বাস এবং বুবলি দুজনেরই যাতায়াত বেড়েছে শাকিব খানের বাড়িতে। আর এ নিয়ে চলছে অনেক বেশি কানাঘুষা। তবে অপু বিশ্বাস যে আবারো শাকিব খানের কাছে ফিরে যেতে চাইছেন তা আর বলার অপেক্ষা রাখে না।