Saturday , April 1 2023
Breaking News
Home / Entertainment / এটা ভাষায় প্রকাশ করা যাবে না, আড়ালে গিয়ে চোখটা মুছি: অপু বিশ্বাস

এটা ভাষায় প্রকাশ করা যাবে না, আড়ালে গিয়ে চোখটা মুছি: অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার ব্যাপক আলোচতি অভিনেত্রীদের মধ্যে অন্যতম এক নাম অপু বিশ্বাস। নিপুন অভিনয় দিয়ে কোটি কোটি ভক্তদের মাঝে ‘ঢালিউড কুইন’ খ্যাতাব অর্জন করলেও ব্যক্তিগত নানা বিষয় নিয়ে প্রায় আসেন সংবাদ মাধ্যমের শিরোনামে। তবে বর্তমানে ছেলে আব্রাম খান জয়কে বেশ মধুর সময় কাটাচ্ছেন সবার প্রিয় এই অভিনেত্রী।

প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ছেলের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত নেটিজেনদের সঙ্গে ভাগ করে নেন তিনি। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে গর্বের সঙ্গে ছেলের সাফল্যের কথা জানালেন মা অপু বিশ্বাস।

জয়ের পড়াশোনায় অগ্রগতি প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, জয় ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় (আইএসডি) পিকেজি ওয়ানে পড়ছে। এ বছর সে খুব ভালো করেছে।

তিনি আরও বলেন, বিদ্যালয় থেকে জয় কি নিয়ে খুব ভালো বলে। যখন অন্য বাবা-মা আমাকে বিশেষ বলে, জয় একাডেমিকভাবে বেশ ভালো করছে। তখন আমি মা হিসেবে খুব গর্বিত বোধ করি।আনন্দে চোখে পানি চলে আসে। যেহেতু আমি নায়িকা, তাই আড়ালে গিয়ে চোখটা মুছি। আমি এটি কতটা পছন্দ করি, তা ভাষায় প্রকাশ করা যায় না। প্রত্যেক মা আমার সাথে একমত হবেন।

ছেলের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, জয় আমার খুব ভালো বন্ধু। পাশাপাশি আমার বাবা-মা দুটোই। মাঝে মাঝে যখন অসুস্থ থাকি, একটু মাথা ব্যথা করে- তখন দেখি (জয়) আমার মাথা টিপে দিচ্ছে।

তবে মাঝে মাঝে তাকে দিয়ে আমি একটি কাজ করাই। সেটা তার পরিবারের লোকেরাও জানেন। আমি ওকে ঘর গোছাতে দিই। বিছানা ঝাড়ু হাতে দিয়ে বলি, বিছানা ঝাড়ো। সে খুব সুন্দর করে বিছানা ঝাড়ু দিতে পারে। এটা দেখে খুব মজা পাই। জয়ের মধ্যে আমি আমার বাবা-মাকে খুঁজে পাই।

দীর্ঘদিন প্রেমের পর ২০০৮ সালে অনেকটা লুকিয়েই অভিনেতা শাকিব খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবধ্য হন অপু বিশ্বাস। কিন্তু দাম্পত্য জীবনের মাত্র ৯ বছরের মাথায় বিচ্ছেদ ঘটে এই জুটির।

About Rasel Khalifa

Check Also

ক্ষমা চাইলেন এই জনপ্রিয় অভিনেত্রী, সুর বদলানোয় মুখোমুখী হলেন হাজারও প্রশ্নের

উরফি জাভেদকে চেনে এমন মানুষ খুজে পাওয়া যাবে না। বিশেষ করে অদ্ভুত সব খোলামেলা পোষাক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *