পূজা চেরী বাংলাদেশের সিনেমা জগতের বর্তমান সময়ের অন্যতম একটি জনপ্রিয় নামে পরিনিত হয়েছে। নিজের সৌন্দর্য আর অভিনয় শৈলী দিয়ে ইতিমধ্যেই তিনি জায়গা করে নিয়েছেন দেশের কোটি মানুষের মনে। তবে বেশ কিছু কারণে তিনি হয়েছিলেন বেশ সমালোচিতও। এ দিকে সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি স্ট্যাটাস দিয়েছেন পূজা।সেখানে তিনি সবার কাছে চেয়েছেন ক্ষমা। তবে ঠিক কি কারণে তিনি ক্ষমা সিয়েছেন তা আসলে জানাননি তিনি। পাঠকদের উদ্দেশ্যে তার সেই স্ট্যাটাস তুলে ধরা হলো হুবহু:-
আমি পূজা চেরী ।আমার ১৪ বছর বয়সে জাজ আমাকে নায়িকা হিসেবে launch করে । আমি জাজেরই সৃষ্টি , জাজেরই মেয়ে । আগে মনে করতাম জাজ মানে শুধুই জাজ । কিন্তু আসলে জাজ মানে আব্দুল আজিজ ভাইয়া , খোকন ভাইয়া , বাপ্পি ভাইয়া ,মাহি আপু , ফারিয়া আপু ,রোশান , সিয়াম , সৈকত নাসির ভাইয়া , রাফি ভাইয়া , রমিম ভাইয়া , মেজবাহ ভাইয়া সহ আরো অনেকে মিলেই জাজ । আমার অল্প বয়সের কারনে আমি একটি ভুল করেছি । আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী । আমাকে আপনাদের ছোট বোন ও সহকর্মী হিসেবে ক্ষমা করে দিবেন ।
প্রসঙ্গত, বর্তমানে পূজা চেরী ব্যস্ত সময় পার করছেন সিনেমার কাজ নিয়ে। তার হাতে রয়েছে বেশ কিছু নতুন সিনেমার কাজ। যদিও সম্প্রতি করা তার কয়েকটি সিনেমা একেবারেই মুখ থুবড়ে পড়েছে হলগুলোতে। তারপরও ভালো কিছু করার প্রত্যয়ে নতুন করে আবারো কাজ শুরু করেছেন তিনি।