নতুন সংবিধান প্রণয়ন ছাড়া ‘নতুন বাংলাদেশ’ গড়ার চিন্তাভাবনাকে অর্থহীন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (National Citizens’ Party – NCP) আহ্বায়ক নাহিদ ইসলাম (Nahid Islam)।
রোববার (১১ মে) রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে (Mother Language Institute) অনুষ্ঠিত ‘সংবিধান সংস্কারে নাগরিক জোটের ৭ প্রস্তাব’ শীর্ষক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। এই অনুষ্ঠানের আয়োজন করে নাগরিক উদ্যোগ ‘নাগরিক কোয়ালিশন’ (Citizen Coalition)।
গণতান্ত্রিক কাঠামো সংস্কারে আহ্বান
নাহিদ ইসলাম বলেন, “বিগত সময়ের সংবিধান মানবাধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে। নতুন সংবিধানই রাষ্ট্র ও জনগণের মধ্যে আস্থা ও সম্পর্ক স্থাপন করতে পারে।” তিনি আরও বলেন, “আমাদের মৌলিক সংস্কারের দিকে এগোতে হবে। মৌলিক বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠা ছাড়া অন্যান্য বিষয়ে একমত হওয়া তেমন ফলপ্রসূ হবে না।”
আওয়ামী লীগের নিষিদ্ধ প্রসঙ্গে মত
আওয়ামী লীগের (Awami League) রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, “বিচার কার্যক্রম ইতোমধ্যে অনেকদূর এগিয়েছে। এখন প্রয়োজন একটি স্পষ্ট বিচারিক রোডম্যাপ উপস্থাপন করা, যাতে জনগণের আস্থা আরও বৃদ্ধি পায়।”
তিনি বলেন, “যদি সংস্কারের বিষয়ে জাতীয় ঐক্যমত তৈরি হয়, তাহলে নির্বাচন নিয়ে কারও আপত্তি থাকার কথা নয়। আমরা দ্রুত সমঝোতার মাধ্যমে এগিয়ে যেতে পারবো।”
আলোচনায় অংশগ্রহণকারীরা
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন: আইন উপদেষ্টা আসিফ নজরুল (Asif Nazrul), প্রেস সচিব শফিকুল আলম (Shafiqul Alam), প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার (Monir Haidar), বিএনপি (BNP)’র স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ (Salauddin Ahmed), বাংলাদেশ জামায়াতে ইসলামীর (Bangladesh Jamaat-e-Islami) কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন (Mohammad Selim Uddin), নাগরিক ঐক্য (Nagorik Oikya) সভাপতি মাহমুদুর রহমান মান্না (Mahmudur Rahman Manna), এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার (Sarwar Tushar), এবি পার্টির (AB Party) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু (Mojibur Rahman Monju), গণসংহতি আন্দোলনের (Ganosamhati Andolon) প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি (Zonayed Saki), এনডিএম (NDM) চেয়ারম্যান ববি হাজ্জাজ (Bobby Hajjaj), বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের (Tarique Rahman) উপদেষ্টা মাহদী আমিন (Mahdi Amin), ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নূরুল কবির (Nurul Kabir), টিআইবি (TIB) নির্বাহী পরিচালক ও দুদক সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান (Dr. Iftekharuzzaman), আন্তর্জাতিক মানবাধিকার কর্মী আইরিন খান (Irene Khan), এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (Anti-Discrimination Student Movement) মুখপাত্র উমামা ফাতেমা (Umama Fatema)।