গতকাল রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা রাজধানীর গুলশান-২ নম্বরে একটি ১২ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে সার্ভিসের ৭টি ইউনিট। দীর্ঘ প্রায় ৫ ঘন্টা অক্লান্ত পরিশ্রমের আগুন নিয়ন্ত্রণে আন্তে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
ওই ভবনের নিচে থাকা সুলেমান চৌধুরী নামের একজন জানান, তার ছোট ভাইয়ের স্ত্রী ফোন দিয়ে জানিয়েছেন, ‘ভাইয়া আমি ১১ তলায় আটকে পড়েছি। আমার সঙ্গে আরও মানুষ আছে। দ্রুত লোক পাঠিয়ে আমাদের বাঁচান, প্লিজ।’
তিনি জানান, তার ছোট ভাইয়ের স্ত্রী ভবনের পঞ্চম তলায় থাকেন। তার স্বামীও তার সঙ্গে থাকেন। তবে তার স্বামী বর্তমানে বিদেশে রয়েছেন। ছোট ভাইয়ের স্ত্রী পেশায় ডাক্তার।
সোলেমান চৌধুরী জানান, কিছুক্ষণ আগে ছোট ভাইয়ের স্ত্রী ফোন করে জানান, আগুনের সময় তিনি বাড়ির পাঁচ তলায় ছিলেন। আগুন লাগার পর ধোঁয়ার কারণে তিনি নামতে পারেননি। জীবন বাঁচাতে ওপরে চলে গেছেন।
এদিকে ঘটনাস্থলে কর্মরত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, এ পর্যন্ত ভেতর থেকে ৪ জনকে উদ্ধার করা হয়েছে। প্রচণ্ড ধোঁয়ার কারণে কাজে বেগ পেতে হয়েছে।
ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বর রোডের ১০৪ নম্বরের ১২ তলা ভবনের ৭ তলায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে ইউনিটগুলো।
এদিক এ বিষয়ে ফায়ার সার্ভিসের আরেক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান, ভবনটি আবাসিক। ভেতরে প্রচুর ধোঁয়া দেখা যাচ্ছে। তার জানা মতে, সেখানে কিছু মানুষ আটকে আছেন বলেও জানান তিনি।