Tuesday , March 21 2023
Breaking News
Home / Entertainment / কী এমন ভুল করেছিলেন পূজা চেরী যার জন্য ক্ষমা চাইলেন সবার কাছে, প্রকাশ্যে একটি কারন

কী এমন ভুল করেছিলেন পূজা চেরী যার জন্য ক্ষমা চাইলেন সবার কাছে, প্রকাশ্যে একটি কারন

পূজা চেরী, বাংলাদেশের উঠতি নায়িকাদের মধ্যে সব থেকে উপরে রয়েছে এখন এই নামটি। তবে বেশ কিছু দিন ধরে তিনি ছিলেন আলোচনার বাইরে। হটাৎই আবার সব আলোচনা আর জল্পনা কল্পনাকে উস্কে দিয়েছেন নায়িকা নিজেই। গতকাল ভুলের জন্য সবার কাছে ক্ষমা চেয়েছেন পূজা চেরি।

কিন্তু আসলে কিসের ভুল? কী ভুল ছিল তা তিনি উল্লেখ করেননি তিনি। নিজেকে জাজ মাল্টিমিডিয়ার অংশ হিসেবে উল্লেখ করে সোমবার বিকেলে সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের এই উঠতি অভিনেত্রী।

কী এমন করেছেন পূজা চেরি? এমনই প্রশ্ন করছেন নেটিজেনরা। তবে সত্যিই কি শাকিবের সঙ্গে সম্পর্কে জড়িত ছিলেন তিনি? শোনা যাচ্ছে, ‘গালুই’ ছবিতে অভিনয় থেকেই শাকিবের সঙ্গে সম্পর্কের শুরু। এরপর আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হন শাকিব। পরে দূর দেশে আরেক নায়কের সঙ্গে অন্তরঙ্গভাবে দেখা যায় নায়িকাকে। যদিও পূজা বলেছিলেন এটি একটি ওয়েব ফিল্ম শ্যুট।

তবে এই ঘটনার পর থেকেই শাকিব খানের সঙ্গে পূজার দূরত্ব বেড়ে যায়। আর পূজা আলাদা হয়ে যায়। একাকী পূজা তীর খুঁজছিলেন, সেখানে আবার হাত বাড়িয়ে দিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। এমনটাই মনে করছেন নেটিজেনরা।

ফেসবুকে পূজা লিখেছেন, ‘আমি পূজা চেরি। জাজ আমাকে একজন নায়িকা হিসেবে লঞ্চ করেছিল যখন আমার বয়স ১৪। আমি জাজের সৃষ্টি, জাজের মেয়ে। আগে মনে করতাম জাজ মানে শুধুই জাজ। কিন্তু আসলে জাজ মানে আব্দুল আজিজ ভাইয়া, খোকন ভাইয়া, বাপ্পি ভাইয়া, মাহি আপু, ফারিয়া আপু, রোশান, সিয়াম, সৈকত নাসির ভাইয়া, রাফি ভাইয়াসহ আরো অনেকে মিলেই জাজ।’

ক্ষমা চেয়ে পূজা চেরি বলেন, ‘অল্প বয়সের কারণে আমি ভুল করেছি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আপনার ছোট বোন এবং সহকর্মী হিসাবে আমাকে ক্ষমা করুন।

ভুল নিয়ে তিনি কিছু না বললেও শাকিব খানের সঙ্গে সাম্প্রতিক রোমান্সের গুঞ্জনের দিকে ইঙ্গিত করছেন নেটিজেনরা।

তবে শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, শাকিব খানের কাছাকাছি যেতে পারছেন না এই অভিনেত্রী। স্বাভাবিকভাবেই আবার ফিরে যাচ্ছেন আবদুল আজিজের কাছে।

নেটিজেনরা বলছেন, পূজার স্ট্যাটাস লিখেছেন আবদুল আজিজ। কারণ আবদুল আজিজ বা জাজ মাল্টিমিডিয়া থেকে এ ধরনের ভাষা ও বিরাম চিহ্ন ব্যবহার করে পোস্ট দেওয়া হয়।

প্রসঙ্গত, পূজা চেরীর বড় পর্দায় অভিষেক ঘটে জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে। নূরজাহান নামের সিনেমা থেকে অভিষেক ঘটে তার বড় পর্দায়।আর সেই থেকেই পিছু ফিরেতাকাতে হয়নি এই অভিনেত্রীকে। এরপর একে একে উপহার দিয়েছেন পোড়ামন এর মত বেশ কিছু জনপ্রিয় সিনেমা।

About Rasel Khalifa

Check Also

বিয়ে প্রসঙ্গে এবার ঢাকাই নায়িকা সুবাহর স্টাটাস, সাড়া ফেললো অনলাইনে

সুবাহ এবার তার বিয়ে প্রশঙ্গে এবং তার মেয়ের মত বোনের সম্পর্কে একটি স্টাটাস করেছেন সামাজিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *