Wednesday , March 22 2023
Breaking News
Home / International / প্রায় শতাধিক বরযাত্রী নিয়ে ভয়াবহ বাস দুর্ঘটনা, আহত ৬৪

প্রায় শতাধিক বরযাত্রী নিয়ে ভয়াবহ বাস দুর্ঘটনা, আহত ৬৪

গতকাল রোববার (১৯ ফেব্রুয়ারি) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে লাহোরে যাওয়ার সময় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে একটি বাস। এতে শিশুসহ মোট ৬৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির এক সংবাদ মাধ্যম। এবং সেই সাথে নিহত হয়েছেন অন্তত ১৫ জন।

দেশটির এক প্রতিবেদনে বলা হয়, বিয়ের আসরের যাত্রীদের নিয়ে বাসটি রাজধানী ইসলামাবাদ থেকে লাহোরে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়ে। এ সময় বাসটি উল্টে যায়। ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় বাসটির চালকও নিহত হয়েছেন।

চাকওয়ালের ডেপুটি কমিশনার ডনকে বলেন, ‘গাড়িটি ইসলামাবাদ-লাহোর মহাসড়কের একটি অংশে নিয়ন্ত্রণ হারিয়ে অন্য দিক থেকে আসা দুটি গাড়িকে ধাক্কা দেয়।’

চাকওয়ালের ডিসি আরও জানিয়েছেন, নারী, শিশুসহ ৬৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সংকটজনক অবস্থায় থাকা কয়েকজনকে রাওয়ালপিন্ডিতে নেওয়া হয়েছে। বাকিদের কাল্লর কাহারের তেহশিল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে এ হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একই সঙ্গে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি।

About Rasel Khalifa

Check Also

রাষ্ট্রপতির নির্দেশে এবার হাজারেরও বেশি কারাবন্দির মুক্তি, প্রকাশ্যে কারণ

পবিত্র মাহে রমজান শুরু হতে আর বাকি মাত্র ২ দিন। সারা বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের ১৯০ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *