ভারতীয় টিভি সিরিয়ালের বেশ জনপ্রিয় ও আলোচিত একজন অভিনেত্রী প্রিয়াঙ্কা পণ্ডিত। অভিনয় দিয়ে কোটি ভক্তের মনে জায়গা করে নিলেও ব্যক্তিগত নানা বিষয় নিয়ে প্রায় সংবাদ মাধ্যমের শিরোনামে দেখা যায় তাকে। আর এরই আলোকে সম্প্রতি আবারো আলোচনায় এসেছেন প্রিয়াঙ্কা পণ্ডিত।
জানা গেছে, সোশ্যাল মিডিয়ায় সাহসী ছবি আপলোড করে প্রায়ই আলোচিত হন তিনি। গত বছর, তার ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হওয়ার পরে তিনি প্রচুর সমালোচনার সম্মুখীন হন। তবে চুপ না থেকে বিষয়টি নিয়ে মুখ খুললেন নায়িকা।
প্রিয়াঙ্কার দাবি, যা লেখা হয়েছে তাতে কোনো সত্যতা নেই। তার ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করা হয়েছে। কেউ একজন তাকে বদনাম করতে ওই ভিডিওতে তার নাম যুক্ত করেছে।
তিনি আরও বলেন, আমার ক্যারিয়ার নষ্ট করার জন্য এই ঘটনাটি করা হয়েছে। ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
প্রসঙ্গত, গত বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এমএমএস ছড়িয়ে পড়লে মুহূর্তেই ব্যাপক ভাইরাল হয়। অনেকেই মন্তব্য করেন এই ভিডিটিতে যাকে দেখা যাচ্ছে, তিনি অভিনেত্রী প্রিয়াঙ্কা পণ্ডিত। আর এরপরই আলোচনায় জড়িয়ে পড়েন তিনি।