Tuesday , March 21 2023
Breaking News
Home / Entertainment / এবার রাজীবের সঙ্গে লিভ টুগেদার নিয়ে প্রভা: জানালেন যে একটি জিনিস নিয়ে প্রচণ্ড দ্বন্দ্ব হতো তাদের

এবার রাজীবের সঙ্গে লিভ টুগেদার নিয়ে প্রভা: জানালেন যে একটি জিনিস নিয়ে প্রচণ্ড দ্বন্দ্ব হতো তাদের

বাংলা ছোট পর্দার বেশ আলোচিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম এক নাম সাদিয়া জাহান প্রভা। ব্যক্তিগত জীবনে নানা আলোচনা-সমালোচনার পাশ কাটিয়ে দীর্ঘ এক দশকেরও অধিক সময় ধরে ছোট পর্দায় অত্যন্ত জনপ্রিয়তার সাথেই কাজ করে যাচ্ছেন তিনি।

ছোট পর্দার এই লাস্যময়ী অভিনেত্রী নিপুণ রূপ-লাবণ্যে যেমন দর্শকের হৃদয়ে জায়গা করে আলোচিত হয়েছেন, ঠিক তেমনি বিয়ে এবং একটি অপ্রত্যাশিত ঘটনার কারণে হোঁচট খেয়েছেন তিনি। এই গল্পটি সবারই জানা।বেশ কয়েকবার এ নিয়ে কথা বললেও এবার পুরোটাই জানিয়েছেন প্রাক্তন প্রেমিক রাজীবের কথা। গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতি ও ঘনিষ্ঠ সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নিজের জীবনের ঘটে যাওয়া ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি রাজিবকে অনেকবার ছেড়ে যেতে চেয়েছি। আমাদের ব্রেকআপ হয়েছে, ব্রেক-আপের পরে আমার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে, সেই বিয়ে আমি করিনি। রাজিব পড়াশোনা করত না। আমি তাকে চিনি যখন আমি ক্লাস নাইনে পড়ি। কিন্তু আমি যখন অনার্স থার্ড সেমিস্টার, তখন পর্যন্ত সে অনার্স ফার্স্ট সেমিস্টার। কেন জানেন, কারণ সে বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হতো! কিন্তু বারবার রেজাল্ট খারাপ করতো, ইউনিভার্সিটি তাকে বের করে দিত আবার অন্য ইউনিভার্সিটিতে টাকা দিয়ে ভর্তি হতো।

তিনি আরেকটি বিষয়ে রাজি হবেন, কিন্তু তিনি কোনো আয় রোজগার করেননি। রাজীবের বাবার টাকা ছিল। কিন্তু রাজীবের সাথে আমার আরেকটা সমস্যা ছিল তা হল রাজীব কিছু আয় করতে চায় না! বললেন, আমার বাবার এত কিছু আছে, আমি কেন রোজগার করব। এই জিনিস নিয়ে আমাদের মধ্যে অনেক ঝগড়া হতো। সবচেয়ে বেশি ছিল শিক্ষা নিয়ে। এই সব বিষয়ে আমাদের অনেক ব্রেকআপ হয়েছে!’

এই অভিনেত্রী আরও বলেন, ‘আমি যেহেতু ধর্মীয়ভাবে অন্যায় করেছি, সামাজিকভাবে কোনো অন্যায় করিনি, তাই ধ’র্মে’র নিয়ম অনুযায়ী আমার প্রাক্তন স্বামীর উচিত ছিল এই ঘটনার পর আমাকে আরও বেশি সমর্থন করা। আমি মারা যেতে পারতাম. ‘আ’ত্ম”হ”’ত্যা’ করলে সৃষ্টিকর্তার কাছে যেতে পারব না এই ভয়ে আমি ‘আ”ত্ম”হ””ত্যা’ করিনি। তার জীবন সুন্দর হয়েছে।’

রাজীবের সাথে আমার সম্পর্কের সময়, যতবারই আমাদের ঝগড়া হত, সে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করত এবং আমার সম্পর্কে অনেক মিথ্যা কথা বলত। পরবর্তীতে আবার আমার সাথে সে ঠিক করতে চাইত। ও ক্রিমিনাল, কিন্তু আমি অনেক বড় ছাগল ছিলাম।

“একজন মানুষ যখন আমার ব্যক্তিগত চরিত্র নিয়ে খারাপ কথা বলে যখন সম্পর্কটা টেকে না, তাহলে আমি কেন বারবার সেই মানুষটার কাছে ছুটে যাই?” ভয় ছিল বিশ্বাস, প্রেম মরে গেছে অনেক আগেই। ভয় ছিল, ক্ষতির ভয় ছিল, যা বাস্তবে পরিণত হয়েছে।’

একটা কথা, যেহেতু আমি বেঁচে আছি, জীবনে চলার পথে প্রেম আসতে পারে। তোমার চোখে আমি আবার একটা খারাপ মেয়ে, অনেকবার শা’রী’রিক’ভাবে’ ‘নি’র্যা’তি’ত একটা খারাপ মেয়ে। কিন্তু কিছু বলতে পারলাম না। আমি চাই সম্পর্ক টিকে থাকুক। আমি আবার কিছু বললে তুমি বিশ্বাস করবে না।

তিনি গণমাধ্যম কর্মীদের সম্পর্কে লিখেছেন, ‘দয়া করে সংবাদপত্রকে বিশ্বাস করবেন না’। পত্রিকার লোকদের সাথে আমার সম্পর্ক ভালো নেই। আপনি যদি তাদের সাথে একই জায়গায় বসে বা খেলতে পারেন তবে তাদের মধ্যে ভাল সম্পর্ক তৈরী হয়। তারা খুব অসুস্থ। তাদের পত্রিকা বিক্রি করার জন্য বিভিন্ন জিনিস তৈরি করতে হয় এবং লিখতে হয়। আরামদায়ক অনুভূতি.

‘তবে, আমি যতদূর বলতে পারি, আমি কখ’নো’ই ‘লি’ভ’ টু’গে’দা’র করিনি। ‘আমি যে বাড়িতে থাকি সেটা আ’মা’র বাবা-মায়ের বাড়ি, শুটিং ছাড়া আমাকে রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ঢুকতে হয়।

একসময়ের তুমুল জনপ্রিয় প্রভা শেষে লেখেন, ‘আমি ‘আ”ত্ম”হ”ত্যা’ করিনি বলেই আপনারা আমাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত কর, আমাকে মারতে চান, না জেনেই নানাভাবে আমাকে খারাপ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাও।’

এদিকে এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে নানা গুঞ্জন ছড়াতে দেখা গেলেও,
তাতে কান না দিয়ে নিজের মতো করেই চলছেন তিনি। বর্তমানে অভিনয় নিয়েই অনেকটা ব্যস্ত সময় পার করছেন সবার প্রিয় এই অভিনেত্রী।

About Rasel Khalifa

Check Also

বিয়ে প্রসঙ্গে এবার ঢাকাই নায়িকা সুবাহর স্টাটাস, সাড়া ফেললো অনলাইনে

সুবাহ এবার তার বিয়ে প্রশঙ্গে এবং তার মেয়ের মত বোনের সম্পর্কে একটি স্টাটাস করেছেন সামাজিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *