Thursday , March 30 2023
Breaking News
Home / Countrywide / মরণ কূপ দেইখা আইছি, ওরা আর বাইচা নাই, আর যামু না : সেই ইয়াছিন

মরণ কূপ দেইখা আইছি, ওরা আর বাইচা নাই, আর যামু না : সেই ইয়াছিন

মাছ শিকারের উদ্দেশ্যে সাগরে গিয়ে রীতিমতো মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে এক ভয়াবহ ঘটনার বর্ণনা দিলেন এক জেলে। মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন দাবি করে ইয়াছিন মিয়া নাম উদ্ধারকৃত এক জেলে সংবাদ মাধ্যমকে বলেন, ওরে বাবা ওরে মা…! মরণ কূপ দেইখা আইছি। আর সাগরে যামু না। আর বাইচ্যা ফিইরা আইতে পারমু কিনা‌ চিন্তাও করি নাই’।

নিখোঁজের দুইদিন পর সাগর থেকে ফিরে এসে এমন কথা বললেন তিনি।

ইয়াছিন বলেন, ডাকাতদের হামলায় ট্রলার থেকে সাগরে লাফাইয়া পড়ার পর, বয়া দিয়া দেড় দিন সাগরে ভাসছি এক সঙ্গে নয়জন। রোববার বিকেলের দিকে আমাদের হাত দিয়া ছুইটা তলাইয়া গেছে। ওরা আর বাইচা নাই। মরণ দেইখা আইছি। এমন মরণ মোর বয়সে দেহি নাই। ওরে মরণ… ! এমন মরণ যেন আর কারো না হয়।’

উদ্ধারকৃত জেলেরা হলেন ইয়াছিন মাঝি, শফিকুল, আব্দুল হাই ও জামাল। তাদের অবস্থান গুরুতর। তাদের চিকিৎসার জন্য পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুই দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে চার জেলে ফিরে গেলেও এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ জেলে।তাদের সলিল সমাধি হতে পারে বলেও জানান তারা। নিখোঁজ জেলেরা হলেন কাইয়ুম মাঝি, আবুল কালাম, খায়রুল ইসলাম, আব্দুল আলিম ও ফরিদ।

এর আগে রোববার দুপুরে কোস্টগার্ড ও র‌্যাব যৌথভাবে ‘তল্লাশি ও উদ্ধার’ অভিযান শুরু করে।

ফিরে আসা জেলে আব্দুল হাই বলেন, আমরা অনেক্ষন এক সঙ্গে ধইরা ছিলাম, তবে তারা আরও দুর্বল হয়ে পড়ায় হাত থেকে ছুটে যায়। চোখের সামনেই মারা গেল তারা। কিছুই করতে পারলাম না।

সাংবাদিকদের কাছে ঘটনাটি বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। তিনি বলেন, বাকি পাঁচজন আর বেঁচে নেই।

এর আগে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোর আড়াইটার দিকে পাথরঘাটা থেকে ৮০ কিলোমিটার পূর্বে পায়রা বন্দরের পশ্চিমে বায়া এলাকায় ২৫ থেকে ৩০ জন জলদস্যু একটি মাছ ধরার ট্রলারে হামলা চালায়। এ সময় ওই ট্রলারে থাকা ১৮ জন বন্দীকে গুলি করে কুপিয়ে গুরুতর আহত করে। এরপর ওই ৯ জেলে সাগরে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন। নিখোঁজের দুই দিন পর ৪ বন্দিকে উদ্ধার করা হয়েছে।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মুস্তাফিজুর রহমান সজল জানান, চারজনের বিভিন্ন ধরনের আঘাত রয়েছে। আমরা চিকিৎসা করছি।

এদিকে এ বিষযয়ে ইউএনও সুফল চন্দ্র গোলদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংবাদ মাধ্যমকে জানান, উদ্ধারকৃত জেলের চিকিৎসার সবরকম ব্যবস্থা করা হয়েছে। তাদের পরিবারকে এ বিষয়ে অবগত করা হয়েছে।

About Rasel Khalifa

Check Also

গোপনে মোবাইল ফোন দেখে তারাবি নামাজ পড়ান ইমাম, মুসল্লিদের মাঝে ক্ষোভ

শুরু হয়েছে রমজান মাস। প্রতিবছরের ন্যায় এবছরেও মানুষ সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের আশায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *