Thursday , March 30 2023
Breaking News
Home / Countrywide / কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে আর নিজ বাড়িতে ফেরা হলো না আতিকের

কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে আর নিজ বাড়িতে ফেরা হলো না আতিকের

আজ ভাষা দিবস ঐতিহাসিক ২১শে ফেব্রুয়ারী। এই দিনে ভাষার জন্য শুরু হয়েছিল আমাদের আন্দোলন। আর এই কারণে প্রতিবছর সারা দেশের মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করে এই দিনটি যার কারণে দিনের প্রথম প্রহরে শুরু হয় শহীদ মিনারে ফুল দেয়া। এ দিকে আজ এই ফুল দেয়াকে কেন্দ্র করে ঘটে গেলো একটি অনাকাঙ্খিত ঘটনা। রূপগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী আতিকুল ইসলাম (১৯) নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরার পথে বেলা ১টার দিকে গাজী সেতুর পশ্চিম প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়েন। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।

এদিকে অপর আরোহী আতিকের বন্ধু গোয়াল পাড়ার আব্দুল ওহাদের ছেলে সাব্বির (১৮) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রসঙ্গত, এ দিকে নিহত আতিককে নিয়ে এখন শোকের ছায়া বইছে তার এলাকায়। তার পুরো পরিবার শোকে হয়ে গেছে বিহ্বল। জানা গেছে নিহত আতিক রূপগঞ্জ সদর ইউনিয়নের মুশুরী গ্রামের আব্দুল মান্নানের ছেলে। কর্ডোভা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর তার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল।

About Rasel Khalifa

Check Also

গোপনে মোবাইল ফোন দেখে তারাবি নামাজ পড়ান ইমাম, মুসল্লিদের মাঝে ক্ষোভ

শুরু হয়েছে রমজান মাস। প্রতিবছরের ন্যায় এবছরেও মানুষ সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের আশায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *