Thursday , March 30 2023
Breaking News
Home / Entertainment / কানাডায় সড়ক দুর্ঘটনা: ছেলে নিবিড় ও তার ৩ বন্ধুকে নিয়ে এবার মুখ খুললেন কুমার বিশ্বজিত নিজেই

কানাডায় সড়ক দুর্ঘটনা: ছেলে নিবিড় ও তার ৩ বন্ধুকে নিয়ে এবার মুখ খুললেন কুমার বিশ্বজিত নিজেই

সম্প্রতি গত কয়েকদিন আগেই কানাডার টরন্টোতে স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান তিন বাংলাদেশটি শিক্ষার্থী। তবে সৌভাগ্যক্রমে এ যাত্রায় প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়ে দেশটির এক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার দে।

গত ১৪ ফেব্রুয়ারি ছেলের দুর্ঘটনার খবর শুনেই স্ত্রী নাইমা সুলতানাকে নিয়ে কানাডায় গেছেন কুমার বিশ্বজিৎ। সপ্তাহ খানেক পর মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় ছেলের বর্তমান অবস্থা জানিয়েছেন এ গায়ক। পাশাপাশি নিবিড়ের বন্ধুদের মৃত্যুতে শোক প্রকাশ করে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

কুমার বিশ্বজিৎ লিখেছেন, জীবন কখনও কখনও অনেক বড় পরীক্ষার অন্য এক নাম। হঠাৎ আসা কোনো ঝড়ের মতো গত ১৩ই ফেব্রুয়ারি কানাডার টরন্টো শহরে আমার একমাত্র সন্তান নিবিড় এবং তার তিন বন্ধু আরিয়ান দীপ্ত, শাহরিয়ার খান মাহির ও এঞ্জেলা শ্রেয়া বাড়ৈ এক সড়ক দুর্ঘটনায় পতিত হয়। আরিয়ান, মাহির ও শ্রেয়া আমাদের সবাইকে ছেড়ে অন্য দুনিয়ায় চলে গেছে। নিবিড়ের মতোই বাকি তিনজনকে আমি আমার সন্তানই মনে করি। তারা আমার পরিবারেরই একটা অংশ। তাদের সবার সঙ্গেই আমার সম্পর্ক ছিল বন্ধুতুল্য।

তিনি আরও লেখেন, আমি মেনে নিতে পারছি না, তারা নেই। সন্তান হিসেবেই তাদের স্মৃতি আমার হৃদয়ে থাকবে চিরজাগ্রত। আমি তাদের আত্মার শান্তি কামনা করি আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের এই শোক সহ্য করার শক্তি দেন। আমি ঈশ্বরের কাছে আরও প্রার্থনা করি, তিনি যেন আমাকে ও আমার পরিবারের প্রতি দয়াপরবশ হয়ে আমার নিবিড়কে আমাদের কাছে ফিরিয়ে দেন। নিবিড় এখনও আইসিইউতে শয্যাশায়ী।

এই গায়কের ভাষ্য, এই আকস্মিক ঘটনায় আমি মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত। আমি আমার সকল বন্ধু, পরিচিতজন এবং ভক্তবৃন্দের কাছে নিবিড়ের জন্য দোয়া/আশীর্বাদ কামনা করছি। আর যারা ইতোমধ্যে নিবিড়ের সুস্থতা কামনা এবং আমার পরিবারের এ দুঃসহ অবস্থা কাটিয়ে উঠার জন্য দোয়া/আশীর্বাদ করেছেন ও করছেন তাদের কাছে আমি চিরঋণী।

তবে জানা গেছে, আগের থেকে অনেকটাই ভালো রয়েছেন কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার দে। সেখানে সর্বদা ছেলের পাশেই রয়েছেন গুণী এই শিল্পী।

About Rasel Khalifa

Check Also

যাদের কাছে আমার ছবি রয়েছে, ডিলিট করে দেবেন: অভিনেত্রী মৌসুমী

নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। তিনি সিনেমায় অভিনয়ের পর তাকে আর পেছেন ফিরে তাকাতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *