Thursday , March 30 2023
Breaking News
Home / Countrywide / রক্তাত্ত অবস্থায় হাসপাতালে নেয়া হলো আ’লীগ নেত্রী লিপি-সহ দুইজনকে

রক্তাত্ত অবস্থায় হাসপাতালে নেয়া হলো আ’লীগ নেত্রী লিপি-সহ দুইজনকে

গতকাল মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে এমন কিছু ঘটনা ঘটতে দেখা গেছে, রীতিমতো যা নিয়ে সারা-দেশজুড়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। আর সেই সমস্ত ঘটনার মধ্যে অন্যতম একটি বগুড়ার ধুনটে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে মহিলা আওয়ামী লীগের দুই নেত্রীকর্মী হাতাহাতি করে আহত হয়েছেন। তাদেরকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা হলেন, উপজেলা চৌকিবাড়ী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক লিপি আক্তার (৩৮) ও উপজেলা মহিলা আওয়ামী লীগ কর্মী কাউসার জাহান ওরফে কেয়া (৩০)।

দলীয় সূত্রে জানা গেছে, ধুনট উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি রানী পোদ্দার ও সাধারণ সম্পাদক সুলতানা জাহানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধের জেরে দুই নেতার নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচি পালন করছিলেন। উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুপুর ১২টা ১ মিনিটে মুজিব চত্বর এলাকায় শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা মহিলা আওয়ামী লীগের দুই পক্ষ পৃথকভাবে শহীদ মিনারে আসেন। কে আগে ফুল দেবেন তা নিয়ে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।

এ ঘটনার জের ধরে মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ সড়কের একটি খাবার হোটেলে খাবার ও পরিচর্যা নিয়ে বিরোধের জের ধরে হাতাহাতির ঘটনা ঘটে। এতে লিপি আক্তারের নাক ফেটে রক্তাক্ত অবস্থায় দেখা যায়। কাউছার জাহান কেয়াও আহত হন। পরে নেতাকর্মীরা তাদের ধুনট হাসপাতালে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক দুজনকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

ধুনট থানার ওসি রবিউল ইসলাম বলেন, দুই মহিলা আওয়ামী লীগ নেত্রীর মারামারির ঘটনা শুনেছি। কিন্তু কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিক এ বিষয়ে উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মহসিন আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়টি সমাধান করার আশ্বাস দিয়ে জানান, বিষয়টি দলীয়ভাবে সমাধান করা হবে।

About Rasel Khalifa

Check Also

গোপনে মোবাইল ফোন দেখে তারাবি নামাজ পড়ান ইমাম, মুসল্লিদের মাঝে ক্ষোভ

শুরু হয়েছে রমজান মাস। প্রতিবছরের ন্যায় এবছরেও মানুষ সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের আশায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *