Thursday , March 30 2023
Breaking News
Home / Entertainment / সবার কাছে ক্ষমা চাওয়ার দুই দিন না যেতেই নতুন এক পোস্ট দিয়ে আলোচনায় পূজা চেরী

সবার কাছে ক্ষমা চাওয়ার দুই দিন না যেতেই নতুন এক পোস্ট দিয়ে আলোচনায় পূজা চেরী

ঢাকাই সিনেমার উঠতি অভিনেত্রীদের মধ্যে সব থেকে জনপ্রিয়তা পেয়েছেন যিনি তিনি হলেন পূজা চেরী। ইতিমধ্যে বেশ কিছু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে তিনি জায়গা করে নিয়েছেন সিনেমাপ্রেমীদের মনের মধ্যে। তবে শুধু প্রশংসায় নয় একই সঙ্গে নানা কারণে আলোচিত-সমালোচিতও হয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় এই অভিনেত্রী।

গতকাল মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে কিছু ছবি শেয়ার করে নতুন স্ট্যাটাস দেন পূজা চেরি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হৃদয়ে রাচ খোপ্ট, বাসনা সিদ বিড়িত’। তিনি একটি কালো প্রেমের ইমোজিও যোগ করেছেন।

সেই ছবিতে দেখা যাচ্ছে, কালো শাড়ি পরেছেন পূজা। সাথে রুপালি রঙের চোকার, কানের দুল ও ম্যাচিং চুরি। কপালে সাদা ফুল, কপালে ছোট্ট কালো টিপ আর হালকা মেকআপ ক্যামেরায় ধরা পড়ে।

প্রসঙ্গত, এর ঠিক দুই দিন আগে পূজা চেরীর একটি ফেইসবুক স্ট্যাটাস বেশ ভাইরাল হয়ে যায় সারা দেশে। সেখানে তিনি জাজ মাল্টিমিডিয়াকে জড়িয়ে একটি লেখনী প্রকাশ করেন আর সেই লেখনীতে তিনি জাজের কাছে ক্ষমা চান ছোট বয়সী অভিনেত্রী হিসেবে। আর এই পোস্ট দেখে তাকে নিয়ে আবার পোস্ট দেয় জাজ মাল্টিমিডিয়া। তারা তাকে সাদরে আবারো গ্রহণ করার কথা জানান।তবে ক্ষমা চেয়ে দেয়া পূজার সেই পোস্ট এ আসলে তিনি কি নিয়ে হয়েছিলেন এতটা অনুতপ্ত তা নিয়ে এখনো পাওয়া যায়নি কোনো খবর বা এ নিয়ে তিনিও সরাসরি বলেননি কিছুই।

About Rasel Khalifa

Check Also

পরকীয়ায় জন্ম এই জনপ্রিয় অভিনেত্রীর, তাই বিবাহ বহির্ভূত সম্পর্ককে সে অন্যায় মনে করে না

বিবাহ বহির্ভূত সম্পর্ককে আমাদের সমাজ ঘূর্ন চোখে দেখে। তবে এই অভিনেত্রী এই সম্পর্ককে অন্যায় মনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *