Tuesday , March 21 2023
Breaking News
Home / Countrywide / এবার প্রশংসায় ভাসছেন হিরো আলম, হলেন শিরোনাম

এবার প্রশংসায় ভাসছেন হিরো আলম, হলেন শিরোনাম

বর্তমান সময়ে একটি আলোচিত নাম আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। মাঝেমাঝেই হিরো আলম সংবাদ মাধ্যমগুলোতে শিরোনাম হয়ে থাকেন। তবে পূর্বে তার বিভিন্ন ধরনের বিনোদন মূলক কর্মকান্ডের জন্য আলোচনায় উঠে আসলেও বর্তমান সময়ে তিনি রাজনীতি কিংবা কল্যাণমূলক কাজের জন্য আলোচনায় উঠে আসছেন। সম্প্রতি বগুড়া-৪ ও ৬ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহন করেন তিনি। নির্বাচনে হেরেও থেমে থাকেননি তিনি।

মানবতার সেবা করার জন্য তিনি তার নামে একটি ফাউন্ডেশন গড়ে তুলেছেন। হবিগঞ্জের এক শিক্ষকের উপহার দেওয়া মাইক্রোবাসটিকে অ্যাম্বুলেন্সে পরিণত করে গরিব মানুষের সেবা দেওয়ার মধ্য দিয়ে ইতিমধ্যেই ‘হিরো আলম ফাউন্ডেশন’ এর কার্যক্রম শুরু করেছেন তিনি। এবার সেই ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রথমবারের মতো সাহায্য করলেন জনপ্রিয় এই হিরো আলম।
বুধবার তার ফেস”বুক ভেরিফায়েড পেজে একটি ছবি পোস্ট করে ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তার ঘোষণা দেন হিরো আলম।

তার ফে”সবুক পোস্টে লেখা, ‘হিরো আলম ফাউন্ডেশনের সৌজন্যে একটি বাড়ি নির্মাণের জন্য সিলেট বাদাগাট নিল গাওয়ের কতুব উদ্দিনের পরিবারকে নগদ অর্থ প্রদান করলেন হিরো আলম।’

হিরো আলম ডিশ ব্যবসায়ী থেকে এখন একজন আলোচিত ব্যক্তি যিনি রাজনৈতিক ক্ষেত্রেও বেশ জনপ্রিয়তা পেয়েছেন, যেটা বোঝা গিয়েছে এবারের বগুড়া উপনির্বাচনে। এই নির্বাচনে তিনি বিপুল পরিমানে ভোট পান। তবে কিছু মানুষ হিরো আলমকে একজন ফালতু মানুষ হিসেবেও আখ্যায়িত করেছেন।

About bisso Jit

Check Also

প্রকাশ্যে সুন্দরী নারী দেখলে যা করতেন সেই আরাভ খান, বিয়ে করেছেন অন্তত ২০ জনকে

দুবাইয়ে অবস্থানরত পুলিশ কর্মকর্তানা মামুন ”’হ””ত্যা”’ মা’ম’লা’র আসামি আরাভ খানের বিরুদ্ধে রীতিমতো তদন্ত চালিয়ে যাচ্ছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *