Saturday , April 1 2023
Breaking News
Home / International / উড্ডয়নের পরপরই ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিমিষেই প্রাণ গেল যত জনের

উড্ডয়নের পরপরই ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিমিষেই প্রাণ গেল যত জনের

গতকাল বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে যুক্তরাষ্ট্রের আরকানসাসে ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় ৫ জনের প্রাণহানি ঘটেছে বলে জানা গেছে। এদিকে দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

ফেডারেল এভিয়েশন অথরিটি এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি ওহাইওতে জন গ্লেন কলম্বাস আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিল। বিল অ্যান্ড হিলারি ক্লিনটন জাতীয় বিমানবন্দরের রানওয়ে থেকে উড্ডয়নের পরপরই হালকা টুইন ইঞ্জিনের বিমানটি বিধ্বস্ত হয়।

একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় মিডিয়াকে বলেছেন যে তিনি প্রথমে একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং তারপরে কয়েকটি ছোট বিস্ফোরণ হয়েছে। তিনি দুর্ঘটনাস্থল থেকে আগুন দেখতে পান।
তবে কি কারণে এ দুর্ঘটনার সূত্রপাত সে বিষয়ে জানতে চাইলে কর্মকর্তারা জানান, ঠিক কি করেন বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে, তা এখনো জানা যায়নি। একই সঙ্গে নিহতদেরও শনাক্ত করা যায়নি বলেও জানান তারা।

About Rasel Khalifa

Check Also

১২০ কিমির কম গতিতে গাড়ি চালালেই জরিমানা, জানা গেল কেন হঠাৎ এই নিয়ম

অসাবধানতায় প্রতিনিয়ত সড়কে ঘটছে নানা দুর্ঘটনা। আর এর ফলে অকালেই প্রাণ হারাতে হচ্ছে সাধারণ মানুষকে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *