Saturday , April 1 2023
Breaking News
Home / International / মাঝ আকাশে ভয়াবহ দুর্ঘটনার কবলে বিমান, একে একে প্রাণ গেল সবার

মাঝ আকাশে ভয়াবহ দুর্ঘটনার কবলে বিমান, একে একে প্রাণ গেল সবার

স্থানীয় সময় বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে যুক্তরাষ্ট্রে আরকানসাসে বিমান বিধ্বস্তের ঘটনায় বিমান পাইলটসহ একে একে প্রাণ হারিয়েছেন সকলেই। ধারণা করা হচ্ছে, তুষার ঝড়ের কবলে পড়েছিল দুই ইঞ্জিনের ওই বিমানটি। যার ফলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন বিমান পাইলট।

এদিকে বার্তা সংস্থা এপি জানায়,আরকানসাসে একটি বিমান দুর্ঘটনায় পাইলট সহ ‘সিটিইএইচ’ নামে একটি স্থানীয় পরিবেশগত পরামর্শক সংস্থার পাঁচজন কর্মচারী প্রাণ হারিয়েছেন। পাইলটও ওই কোম্পানির কর্মচারী ছিলেন। বিমানটি উড্ডয়নের পরপরই এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

পুলাস্কি কাউন্টি শেরিফের অফিসের মুখপাত্র লেফটেন্যান্ট কোডি বার্ক এপিকে জানিয়েছেন, বিল অ্যান্ড হিলারি ক্লিনটন জাতীয় বিমানবন্দরের কয়েক মাইল দক্ষিণে টুইন ইঞ্জিনের বিমানটি বিধ্বস্ত হয়েছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিমানটিতে পাঁচজন আরোহী ছিলেন।

দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিমানটি বজ্রঝড়ের কবলে পড়ে। দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায় বলে জানিয়েছেন আশপাশের বাসিন্দারা।

এদিকে এফএএ জানিয়েছে, ‘ওহিও’ এর উদ্দেশ্যে যাত্রা করে ওই বিমানটি। কিন্তু উড্ডয়নের কিছুক্ষন পরেই দুর্ঘটনার কবলে পরে প্রাণ হারান সকলেই। এই বিমান দুর্ঘটনার বিষয়ে তদন্ত করার কথাও জানিয়েছে সংস্থাটি।

About Rasel Khalifa

Check Also

মন পেতে স্বামীকে অন্যের বিছানায় পাঠিয়ে সংসারের কাজ সামলান স্ত্রী

বিষয়টি অনেকটা অবাক করা হলেও বাস্তবেই নাকি এমনটাই ঘটছে এক দম্পতির সঙ্গে। নিজ স্বামীকে খুশি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *