Saturday , April 1 2023
Breaking News
Home / Entertainment / আমাকে বিভিন্নভাবে কনভেন্স করে পার্সোনাল কিছু মুহূর্তের ভিডিও ধারণ করে: প্রভা

আমাকে বিভিন্নভাবে কনভেন্স করে পার্সোনাল কিছু মুহূর্তের ভিডিও ধারণ করে: প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা নাট্যজগতে অভিনয় নৈপুণ্যতা দিয়ে দর্শকদের মন জয় করলেও তার জীবনের কিছু বিতর্কিত ঘটনা তাকে ভিন্ন স্থান নামিয়ে নিয়ে যায়। ২০১০ সালের ২৬ শে এপ্রিল সাদিয়া জাহান প্রভা তার দীর্ঘদিনের সম্পর্কে থাকা প্রেমিক রাজিব হাসানের সাথে বাগদান সারেন। কিন্তু এরপর প্রভা নাটকে অভিনয় করার সময় শুটিং সেট থেকে আরেক জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব সাথে পালিয়ে গিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

তাদের বিয়ের পর রাজীবের সঙ্গে প্রভার একান্ত মুহূর্তের কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাই”রাল হয়। রাজীবের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল হ’ওয়ার পর পরের বছর ফেব্রুয়ারিতে অপূর্বর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে যায় প্রভার।

এরপর দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে চলে যান তিনি। অনেক দিন কথা না বললেও রাজীবের সঙ্গে আসলে কী ঘটেছিল তা নিয়ে মুখ খুললেন প্রভা। তিনি তার ব্যক্তিগত ফে’সবুক অ্যাকাউন্ট থেকে কিছু তথ্য শেয়ার করেছেন।

প্রভা লিখেছেন- ‘আমি কোনো প্রতারণা করি নাই! আমি চুপ থাকার মানে এই নয় যে আপনি আমার সম্পর্কে যা খুশি বলতে পারেন। আমি শুধু ভেবেছিলাম আপনাদের নিকট প্রমাণ করে লাভ কি; ওপরে যিনি আছেন, যার কাছে যাব, যিনি বিচারকারী তিনি জানলেই তো হয়।

বিয়ের আগে আমি যে পাপ করেছি তার জন্য আমি সর্বদা জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করছি। কিন্তু যতদিন বেঁচে থাকব আপনাদের কাছ থেকে অনেক সওয়াব কামাবো! কারণ আপনারা না জেনে আমাকে গালি দেন। না বুঝে আমাকে একতরফা প্রতারক বানিয়ে দিয়েছেন।’

তিনি লেখেন- ‘শোনেন…. প্রথমত রাজীবকে সব জানিয়ে বিয়ের কথা শুরু হয়। কারণ আমাদের আট বছরের সম্পর্কের প্রায় ৫-৬ বছরের বিয়ের ৯-১০ মাস পরে রাজীব আমার সাথে সম্পর্ক ছিন্ন করে। রাজীব আমাকে কখনোই সম্পর্ক থেকে বের হতে দিত না। এটা ছিল তার মানসিক সমস্যা। ব্রোকেন ফ্যামিলির ছেলে ও! কারণ তার বাবা তার মাকে ছেড়ে খুব অল্প বয়সে অন্য নারীকে বিয়ে করেছিলেন। তাই হয়ত ওর মনের মধ্যে ওই জেদ ছিল যে, ওকে ছেড়ে কেউ যেতে পারবে না! এবং তাই বিভিন্নভাবে কনভেন্স করে পার্সোনাল কিছু মুহূর্তের চিত্র ধারণ করে রাখে। যাই হোক, আপনি যদি বিভিন্ন সাইবার ক্রাইমের গল্প পড়ে থাকেন, ছেলেরা কীভাবে মেয়েদের কনভেন্স করে, তাহলে আপনি আরও স্পষ্টভাবে জানতে পারবেন।

“আমি অনেকবার রাজীবকে ছেড়ে দিতে চেয়েছিলাম। আমাদের ব্রেক আপ হয়ে গেছে, ব্রেকআপের পর আমি অন্য কোথাও বিয়ে করেছি, তা নয়, আমি বিয়ে করিনি। রাজীব লেখাপড়া করতো না। তাকে আমি ক্লাস নাইনে পড়ার সময় থেকেই চিনি। কিন্তু কিন্তু আমি যখন অনার্স থার্ড সেমিস্টার, তখন পর্যন্ত সে অনার্স ফার্স্ট সেমিস্টার। কেন জানো, কারণ সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতো! কিন্তু বারবারই রেজাল্ট খারাপ হওয়ায় ইউনিভার্সিটি তাকে বের করে দেয় এবং টাকা নিয়ে অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতো।

তিনি আরেকটি বিষয় ‘ও আরেকটা কথা রাজিব কিন্তু কোনো ইনকাম করত না। রাজীবের বাবার টাকা ছিল। কিন্তু রাজীবের সাথে আমার আরেকটা সমস্যা ছিল তা হল রাজীব কোনোভাবে আয় করতে চাইতো না! বলতো, আমার বাবার এত কিছু আছে, আমি কেন রোজগার করবো। এই বিষয় নিয়ে আমাদের মধ্যে অনেক ঝগড়া হতো। সবচেয়ে বেশি হতো পড়ালেখা নিয়ে। এই সব বিষয়ে আমাদের প্রচুর ব্রেকআপ হয়েছে!’

তিনি লিখেছেন- ‘যাইহোক, ওই ছেলেটিকে আমার বিয়ে করার কথা ছিল, আংটি বদল হয়েছিল কিন্তু আংটি বদলের আট মাস আগে আমার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। আমি ঐ যে বলেছি, আমাদের আট বছরের সম্পর্কের মধ্যে বেশিরভাগ সময় ব্রেকআপই থাকত। তো বিয়ের কথা শুরু হওয়ার সময় আমি রাজিবকে জানিয়ে দেই বিগত এতগুলো মাস আমার কার সঙ্গে সম্পর্ক ছিল, আমি সেই ছেলে, তার সঙ্গে আমার ভালোলাগা আছে; কিন্তু এটা হবার না, হবে না বুঝেই গেছি- এমন কথায় তার সঙ্গে ক্লিয়ার করে নিয়েছিলাম। আমার বয়স তখন ২২ এবং আমার মাথায় সেই সময় কোনো বুদ্ধি ছিল না। যদি থাকতো তাহলে প্রথমত রাজীবের প্রেমে পড়তাম না।

সাদিয়া জাহান প্রভাকে বর্তমান সময়ে কিছু কিছু নাটকে অভিনয় করতে দেখা যাচ্ছে। তবে মাঝে মাঝে তিনি অভিনয় থেকে দূরে রাখছেন নিজেকে। সাম্প্রতিক সময়ে তিনি তাঁর জীবনের ঘটনা তুলে ধরে নিজেকে হালকা করার চেষ্টা করছেন। তবে তার অতীত জীবনের ঘটনার কারনে তার বর্তমান জীবনে প্রভাব পড়ছে, যেটা তাকে অনেক সময় পীড়া দিচ্ছে বলে মনে করছেন তাঁর ভক্তরা।

About bisso Jit

Check Also

ক্ষমা চাইলেন এই জনপ্রিয় অভিনেত্রী, সুর বদলানোয় মুখোমুখী হলেন হাজারও প্রশ্নের

উরফি জাভেদকে চেনে এমন মানুষ খুজে পাওয়া যাবে না। বিশেষ করে অদ্ভুত সব খোলামেলা পোষাক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *