Wednesday , March 22 2023
Breaking News
Home / National / বিএনপি’তে শোকের ছায়া, মারা গেলেন খালেদা জিয়ার খুবই কাছের মানুষ

বিএনপি’তে শোকের ছায়া, মারা গেলেন খালেদা জিয়ার খুবই কাছের মানুষ

গতকাল শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাত প্রায় ১০ টা ৪৫ মিনিটের দিকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী মাহবুব আল আমিন ডিউ (ইন্না লিল্লালি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে বলেন, মাহবুব আল আমিন শিশির কিডনিসহ আরও কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন। বগুড়া জেলার গাবতলী উপজেলার নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

শিশিরের মৃত্যুর খবর পেয়ে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, চিকিৎসক সবুজ আহমেদসহ দলের নেতাকর্মীরা হাসপাতালে ছুটে আসেন।

ডু বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের পারিবারিক আত্মীয়।

এদিকে বিরোধী দল বিএনপির অন্যতম এই ত্যাগী নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের বিভিন্ন নেতাকর্মীরা।

About Rasel Khalifa

Check Also

শাকিবের নারী কান্ডের দু:সময়ে তাকে নিয়ে অস্ট্রেলিয়ার আরেক গল্প শোনালেন বুবলী

বর্তমান সময়টা শাকিব খানের খুব বেশি ভালো যাচ্ছে না, একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *