Tuesday , March 21 2023
Breaking News
Home / Entertainment / অবশেষে প্রকাশ্যে, যে অভিযোগে মৃত্যুর আগে শাহরুখ খানকে চড় মেরেছিলেন সরোজ খান

অবশেষে প্রকাশ্যে, যে অভিযোগে মৃত্যুর আগে শাহরুখ খানকে চড় মেরেছিলেন সরোজ খান

বলিউডের অত্যন্ত খ্যাতিমান ও সাড়া জাগানো অভিনেতা শাহরুখ খান। তবে ভক্ত ও শুভাকাঙ্খীদের মাঝে ‘বলিউড বাদশা’ নামেই অধিক পরিচিত পেয়েছেন তিনি। বিশেষজ্ঞদের মতে, সারা বিশ্বের প্রতি ৫ জনের একজন তার ভক্ত। তবে আপনি কি জানেন, কাজ নিয়ে অভিযোগ দেয়ায় সরোজ খানের হাতে চড় খেয়েছিলেন এই অভিনেতা। যদিও মজার চলেই চড়টা মেরেছিলেন সরোজ খান!

দিলওয়ালে ছবির প্রমোশনে গিয়ে প্রয়াত কোরিওগ্রাফার সরোজ খানের কথা মনে করেছিলেন অভিনেতা। তিনি বলেছিলেন, এক একদিনে তিনি তিনটি করে শিফট করতেন তখন। ক্লান্ত হয়ে যেতেন এত কাজের চাপে। একবার নাকি এত কাজ দেখে তিনি অভিযোগ করে ফেলেছিলেন। শেষ না হতে চাওয়া কাজের চাপে তিনি ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিলেন। আর তখন নাকি সরোজ খান এসে তার মাথায় গাট্টা মেরেছিলেন। যদিও সেটা মজা করেই এবং আলতো করে।

সেই সময়ের কথা মনে করে শাহরুখ বলেন, এখানে তিনি চড় মেরেছেন (মাথার পিছনের দিকে ইশারা করে) তারপর বললেন বাবু একটা কথা মনে রাখবে একজন শিল্পী হিসেবে কখনো কম-বেশি কাজ নিয়ে অভিযোগ করে না। কারণ যখন কাজ থাকে না তখন অনেক বড় অভিযোগ। সব বিষয়ে অভিযোগ করো, কিন্তু এই সম্পর্কে না. তাই আমি সবসময় চেষ্টা করি, যতটা পারি করার।

টোটো সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সরোজ খান। শাহরুখ তাঁকে শ্রদ্ধা জানিয়ে বলেন, এই ইন্ডাস্ট্রিতে তিনিই ছিলেন আমার প্রকৃত শিক্ষক। তিনি আমাকে নাচের সময় কীভাবে ডিপ দিতে হয় তা শিখিয়েছিলেন। নাচতে হয়। আমার দেখা অন্যতম আদুরে, ভালোবাসার মানুষ ছিলেন, যিনি সবসময় অনুপ্রেরণা জোগাতেন।

সরোজ খানের বেশ কিছু কাজ স্মরণীয় হয়ে আছে। এর মধ্যে আছে তাম্মা তাম্মা, হাওয়া হাওয়াই, চলি কী পিছে, ইত্যাদি।

উল্লেখ্য, আশির দশকে বেশকিছু টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের মধ্যদিয়ে মিডিয়ায় যাত্রা করেন শাহরুখ খান। এরপর ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি।

About Rasel Khalifa

Check Also

রেগে গেলেন অভিনেত্রী সাবিলা নূর, মূখ্য জবাব সোশ্যাল মিডিয়ায়

দীর্ঘদিন ধরে নাটকে অভিনয় করছে সাবিলা নূর। অভিনয় জগতে পা রাখার পর তার পড়ালেখায় অনেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *