রাশিয়া বর্তমান বিশ্বের একটি আলোচিত দেশের নাম। এই দেশটি বরাবর আলোচনায় থাকলেও সম্প্রতি সময়ে দেশটি আলোচনায় এসেছে ইউক্রেনের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে।এ দিকে বছর পার হয়ে গেলেও এখনো থামেনি এই যুদ্ধ। আর এ নিয়ে বেশ উদ্বিগ্ন অবস্থায় রয়েছে জাতিসংঘ। আর এই কারণে তারা আয়োজন করেছিল একটি গণভোটের। আর এ নিয়ে এবার আলোচনায় এসেছে বাংলাদেশও।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘে উত্থাপিত প্রস্তাবে বাংলাদেশ ‘অ্যাবস্টেনশান’ ভোট দিয়েছে। যার অর্থ, জাতিসংঘের সাধারণ পরিষদে রাশিয়াকে ইউক্রেন ছেড়ে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়ে আনা প্রস্তাবে বাংলাদেশ ভোট দেয়নি। ভোটদানে বিরত থাকার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে রাশিয়া। শুক্রবার গভীর রাতে রুশ দূতাবাস এক টুইট বার্তায় বলেছে, ভোটদানে বিরত থাকার জন্য বাংলাদেশকে ধন্যবাদ।
এর আগে, বৃহস্পতিবার রাতে জাতিসংঘের সাধারণ পরিষদে ‘জাতিসংঘের নীতিমালার অন্তর্নিহিত নীতিমালা অনুযায়ী ইউক্রেনে একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা’ শিরোনামে একটি প্রস্তাব গৃহীত হয়। ১৪১ জন পক্ষে, সাতটি বিপক্ষে এবং ৩২ টি দেশ ভোটদানে বিরত থাকে।
দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা বিরত ছিল। অন্যদিকে নেপাল, ভুটান, আফগানিস্তান ও মালদ্বীপ পক্ষে ভোট দিয়েছে। ১০ সদস্যের আসিয়ান থেকে আটটি দেশ পক্ষে ভোট দিয়েছে। ভিয়েতনাম ও লাও পিডিআর ভোটদানে বিরত থাকে। একই সময়ে, চীনও ভোটদানে বিরত থাকে।
বেলারুশ, সিরিয়া, উত্তর কোরিয়া, মালি, ইরিত্রিয়া এবং রাশিয়া প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। এর আগে ইউক্রেন যুদ্ধ নিয়ে পাঁচটি প্রস্তাবের মধ্যে দুটির পক্ষে ভোট দেয় এবং তিনটিতে বিরত থাকে বাংলাদেশ।
প্রসঙ্গত, বিভিন্ন সময়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। আর এই কারণেই হয়তো বাংলাদেশ রাশিয়ার বিরুদ্ধে দেয়নি কোনো ভোট।যার ফলে এর প্রতিদান হিসেবে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে পোস্ট দিয়েছে দেশটি।