দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। শুধু হুঁশিয়ারি নয় বলতে গেলে তিনি একেবারে এক হাত নিয়েছেন পুরো দুদক ও বর্তমান সরকারের।
এ দিকে এই ঘটনায় এবার কথা বলেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি এবার মুখ খুলেছেন সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর বিরুদ্ধে।
সম্প্রতি একটি ভিডিও বার্তায় রুমিন ফারহানা বলেছেন, গেলো সাড়ে তিন বছরে আমি সংসদে অনেক কথা বলেছি আর আমার বিরোধী সরকার দলের যারা আছেন তারা অনেকেই আমাকে নানা ধরনের আক্রমণাত্মক কথা বলেছেন। কিন্তু সংসদে দাঁড়িয়ে কেউ আমাকে থাপ্পড় মারতে চাইবে এমন ঘটনা ঘটেছে মাত্র এক বার।আর এই ঘটনা আওয়ামীলীগের কেউ ঘটেনি বরং ঘটিয়েছে সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।
রুমিন ফারহানা তার প্রকাশ করা ভিডিওতে আরো বলেন, পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে যা হয়েছে তা দেশের মানুষ সকলেই জানে। আর আমি সেদিন সংসদে এই পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে করেছিলাম সমালোচনা। সে সময়ে সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী উঠে আমার কথার জবাব দিতে গিয়ে আমাকে থাপ্পড় মারার কথা বলেন। আর সেই বিষয়টি শুনে বাকি আওয়ামীলীগের এমপিরা বেশ খুশি হন এবং টেবিলে চাপড় দিতে থাকেন।
তবে আমার কথা এখন এটাই যে, সেই সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এখন কেন দুদকের চামড়া খুলে দিতে চাইছেন। কেনই বা দুদকের উপর তিনি খাঁর। সেই সাথে রুমিন ফারহানা আরো বলেন, তার কাছে সরকারের এমন এমন সব তথ্য রয়েছে যার কারণে তিনি সরকারকেও হুমকি দিয়েছেন তিনি বলেছেন তার মুখ খুললে নাকি সরকার বিপাকে পরে যাবে।
ভিডিওতে রুমিন ফারহানা আরো অনেক কথা বলেন। এবং সব শেষ এ তিনি দুদকের দিকে দৃষ্টিপাত করে বলেন আরো ভালোভাবে এবং শক্ত অবস্থানে থেকে যেন দুদক তার বিরুদ্ধে অভিযান শুরু করে তাহলেই সরকারের অনেক গোপন খবর পাওয়া যাবে তার কাছ থেকে।