আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি যে সময়ে আন্দোলন করে যাচ্ছে দলীয় সভানেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য এবং সেইসাথে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগকে ক্ষমতা থেকে অপসারণের জন্য, ঠিক সেই সময় কয়েকজন মন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। অন্যদিকে দুজন মন্ত্রী জানিয়েছেন তিনি রাজনীতি করতে পারবেন না। এবার এ বিষয় নিয়ে কথা বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
সংবিধান অনুযায়ী বেগম খালেদা জিয়া নির্বাচনে লড়তে পারবেন না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদাইর ইউনিয়নের জমশেরপুর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আনিসুল হক বলেন, বেগম খালেদা জিয়া যেহেতু দুটি মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন, সেহেতু সংবিধানের ৬৬ অনুচ্ছেদ দ্বারা তিনি নির্বাচন থেকে বিরত, তার মানে তিনি নির্বাচন করতে পারবেন না। খালেদা জিয়া দুর্নীতির দুই মামলার আসামি। এর মধ্যে একটি মামলার আপিলের শুনানি হয় ট্রায়াল কোর্টে এবং আরেকটি হাইকোর্টে এবং এবং তাকে দণ্ড দেওয়া হয়েছে। ট্রায়াল কোর্ট পাঁচ বছরের সাজা দেয়, যা হাইকোর্টের আপিলের ভিত্তিতে বাড়িয়ে ১০ বছর করা হয়। অন্য একটি মামলায় বিচারিক আদালতে বিচার শেষে তাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়।
খালেদা জিয়ার রাজনীতি না করার বিষয়ে সাংবাদিকরা ধূম্রজালের সৃষ্টি করেছেন মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে মুক্তি দেওয়া হয়েছে। আবেদনে বলা হয়, খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তার জীবন ঝুঁকিতে রয়েছে। তার চিকিৎসার প্রয়োজন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী দুটি শর্তে তার সাজা স্থগিত করে মানবিক কারণে তাকে মুক্তি দিয়েছেন। দুটি শর্ত হলো তিনি ঢাকায় নিজ বাসভবন থেকে দেশে চিকিৎসা নিবেন এবং বিদেশে যেতে পারবেন না। রাজনীতি করতে পারবেন না এমন কোনো শর্ত ছিল না।
এদিকে বিএনপির শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ এর পক্ষ থেকে কয়েকজন নেতা স্ববিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছেন, যেটার কোনো ভিত্তি নেই। এদিকে বিএনপি থেকে দাবি করা হচ্ছে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিএনপি এবারের নির্বাচনে অংশ নেবে। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হবে।