ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার সং”ঘাতের কারণে এ পর্যন্ত বিপুল সংখ্যক সাম”/রিক এবং বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। যার কারণে এই দেশ দুটির মধ্যে সৃষ্ট পরিস্থিতি বন্ধের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশ্বের অনেক দেশ। এবিষয়টি বারবার জাতিসংঘে উত্থাপন করা হচ্ছে। এবার ভিন্ন ধরনের এক কান্ড ঘটালেন জাতিসংঘে নিয়োজিত প্রাশিয়ার প্রতিনিধি।
ইউক্রেনে যু”/দ্ধের প্রথম বার্ষিকী উপলক্ষে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি অধিবেশন অনুষ্ঠিত হয়। ইউক্রেনের ইউক্রেনের প্রেসিডেন্ট দিমিত্রি কুলেবা রুশ আগ্রা”সনের কারণে যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মরণে সবাইকে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানান। বিবিসি খবরে প্রকাশিত।
কুলেবার ডাকে সাড়া দিয়ে সবাই নীরবতা পালনের জন্য উঠে দাঁড়ান। জাতিসংঘে নিয়োজিত রাশিয়ার প্রতিনিধি ভ্যাসিলি নেবেঞ্জিয়া এ সময় বাধা প্রদান করেন।
তিনি বলেন, যু”দ্ধে হারানো সব প্রাণই অমূল্য। তাই সকলের জন্যই নীরবতা পালন করা উচিত। এরপর ফের সবাই দাঁড়িয়ে নীরবতা পালন করে।
রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার সৃষ্ট সংঘাতের কারনে শুধু দেশ দুটিতে নয়, সংকটময় পরিস্থিতিতে পড়েছে অনেক দেশের অর্থনীতি কারন এই সময়ে এসে বিশ্বের দেশগুলো একে অপরের সাথে অর্থনৈতিক দিক থেকে অনেকটা পরিপূরক হিসেবে কাজ করে থাকে। যার ফলে কোনো দেশে সংকট সৃষ্টি হলে অন্য দেশেও হয়ে থাকে।